Bonuses for Employees: বোনাস পাবার জন্য বিভিন্ন সংস্থার কর্মীরা অপেক্ষা করে থাকে সারা বছর। মনমত বোনাস হাতে পেয়ে হাসি ফুটে ওঠে কর্মীদের। এক একটি সংস্থা একেকরকমভাবে বোনাস দেয় তার কর্মীদের। বিভিন্ন সংস্থা একাধিক পদক্ষেপ নিয়ে থাকে কর্মীদের বছরের শেষে বোনাস দিতে গিয়ে। আজকের প্রতিবেদনের এমনই একটি আশ্চর্য বিষয় সম্পর্কে জানতে পারবেন যা আপনাকে অবাক করে দিতে বাধ্য।।
অনেক সময় সামনে এসেছে যে, গুজরাতের হীরে ব্যবসায়ীরা তাদের কর্মীদের গাড়ি উপহার হিসেবে দিয়েছে। আবার কখনো প্রকাশ্যে এসেছে তারা কখনও ফ্ল্যাট বিয়ে করে তাদের কর্মীদের। তবে বেশিরভাগ সংস্থা বোনাস এর ক্ষেত্রে কর্মীদের নগদ টাকা দিয়ে থাকে। আজকের প্রতিবেদনে যে সংস্থার বিষয়ে আলোচনা করা হবে তারা বোনাসের টাকা (Bonuses for Employees) দিতে গিয়ে রীতিমতো অবাক করেছে সকলকে। কর্মীদের বোনাস দিতে এই সংস্থা যা করল রীতিমতো সকলের চক্ষু চড়কগাছ।
এবার জানতে হবে সংস্থাটি কোথাকার, যারা বোনাস (Bonuses for Employees) হিসাবে কর্মীদের এই চমৎকার উপহার তুলে দিয়েছে। এমন বহু অজানা বিষয় প্রতিনিয়ত সারা বিশ্বে ঘটে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে তার কিছুটাই হয়তো আমরা জানতে পারছি। সম্পূর্ণ একটি অজানা তথ্য জানা যাবে এই প্রতিবেদনের মাধ্যমে।
আরও পড়ুন: পরনে তার নোংরা বস্তা, কেন গুহামানবের মত রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই অভিনেতা?
সম্প্রতি চিনের একটি সংস্থা পার্টির আয়োজন করেছিল। এই পার্টিতেই ঘোষণা করা হয়েছে যে কর্মীদের বোনাস হিসাবে এটি দেওয়া হবে। কর্তৃপক্ষ সেই মতো একটি লম্বা টেবিলে থরে থরে ১১ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা) সাজিয়ে রেখেছিলেন। সংস্থার মালিক তারপর নির্দেশ দেন কর্মীদের সেই টাকা যত খুশি নিজেদের মতো তুলে নিতে। এখানেই গল্প শেষ নয়, একটি শর্ত দিয়েছিলেন সংস্থার আধিকারিকরা। ১৫ মিনিটে যে যত টাকা গুণতে পারবেন সেই পরিমাণ টাকাই তাঁর বোনাস (Bonuses for Employees)। নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেছে এই ভিডিও। এটি প্রথম দেখা গেছে চিনা সোশ্যাল মিডিয়া দৌইন এবং উইবো-তে। এছাড়াও ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে ভিডিওটি।
View this post on Instagram
সংবাদমাধ্যমের দ্বারা জানা গেছে যে, সংস্থাটি হলো চিন দেশের হেনান মাইনিং কর্পোরেশন এবং কর্মীদের এইভাবে বোনাস (Bonuses for Employees) দিয়েছে তারা। এক ব্যক্তি ১৫ মিনিটে এক লক্ষ ইউয়ান (১৮ হাজার ৭০০ ডলার) গুনতে সক্ষম হয়েছেন। ভিডিওতে লাইক এবং কমেন্ট এর বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, তার সংস্থাও এই একই কাজ করে। টাকার পরিবর্তে কাজ চাপিয়ে দেয়। অন্যজন লিখেছেন, এই ধরনের কাজ তারাও করতে চায় কিন্তু কপাল খারাপ।