WhatsApp New Feature: বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে প্রায় প্রত্যেকটি মানুষ। যারা স্মার্টফোন ব্যবহার করে তারা সকলেই হোয়াটসঅ্যাপ এর সঙ্গে খুবই পরিচিত। আসলে হোয়াটসঅ্যাপ ছাড়া আজকাল কোন কাজই ঠিকঠাকভাবে সম্পন্ন হয় না। তাই সহজেই বলা যেতে পারে হোয়াটসঅ্যাপ এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। ভবিষ্যতে কিছু নতুন নিয়ম চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপে। আজকের প্রতিবেদনে আমরা সেটাই জানবো বিস্তারিতভাবে।
ব্যবহারকারীদের নিরাপত্তার কথা চিন্তা করে হোয়াটসঅ্যাপে আসছে নতুন চমক (WhatsApp New Feature)। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা সহজেই লুকিয়ে করতে পারবেন চ্যাটিং। ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখার জন্যই এই নতুন নিয়ম চালু হয়েছে। নিশ্চয়ই আপনারও জানতে ইচ্ছা করছে কি আছে এই নতুন ফিচারস এ?
যারা হোয়াটসঅ্যাপে (WhatsApp New Feature) চ্যাটিং করেন সেইসব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চ্যাট করার সময় একে অপরের নম্বর দেখতে পান। তবে ভবিষ্যতে যদি এই নতুন ফিচারস আসে তাহলে আর দেখতে পারবেন না ফোন নম্বর। অ্যান্ড্রয়েড ও আইওএস বিটা ব্যবহারকারীরা আর দেখতে পাবেননা কোন নম্বর।
আরও পড়ুন: ভারত মন্ডপমে আবারো এক নতুন চমক, স্পোক প্যাডেলহীন হেলেক্স দেখে চক্ষু চড়কগাছ প্রধানমন্ত্রীর
Whatsapp ব্যবহারকারীদের খুঁজতে হলে এখন থেকে টেলিগ্রাম এর মত নাম ব্যবহার করলেই খুঁজে পাওয়া যাবে। Whatsapp এর কর্মকর্তারা হঠাৎ কেন নিলেন এরকম সিদ্ধান্ত (WhatsApp New Feature)? বিশ্বজুড়ে যে প্রতারণা শুরু হয়েছে তার হাত থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে এই পদক্ষেপ। আগে একটি গ্রুপের মানুষেরা একে অপরের নম্বর দেখতে পেতেন অতি সহজে। এই নতুন ফিচারস আসলে সুবিধা হবে অনেক ক্ষেত্রেই। প্রাইভেসি মোড অন রাখার ফলে আর একে অপরের নম্বর দেখতে পাননা গ্রুপের সদস্যরা।
বিগত বছরে নিশ্চয়ই দেখেছেন যে হোয়াটসঅ্যাপ তাদের অ্যাপে প্রচুর নতুন ফিচারস (WhatsApp New Feature) এনেছিল। এই নতুন ফিচারস এর দ্বারা খুব সহজেই ‘গুগল পে’-র মতো টাকার আদান প্রদান করা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ দিয়েই, অনেক আগেই দেখেছি গুগল ম্যাপের মতো লোকেশান শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপ থেকেই। বছরের শেষে আরো একটি নতুন ফিচারস আনে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচার যার ফলে অতি সহজেই এআই ফিচার ব্যবহার করে খুব সহজে উইকিপিডিয়ার মতো খুঁজে পাওয়া যাচ্ছিল গুরুত্বপূর্ণ সকল তথ্য। আজকে যে নতুন ফিচারটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে তাতে ব্যবহারকারীরা আর ঠকবেন না। সহজেই নিজের মোবাইল নম্বরটি গোপন রাখা যাবে।