Industrial Park: গত ১লা ফেব্রুয়ারি নতুন অর্থবর্ষের বাজেট পেশ করেছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপরেই অনুষ্ঠিত হলো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। গত ৫ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই সম্মেলন। যেখানে ভূয়ষী প্রশংসায় প্রশংসিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর সেই মঞ্চ থেকেই বাংলায় বাণিজ্য গড়ে তোলার বিরাট পরিকল্পনা ঘোষণা করেন জিন্দল গ্রুপ। জানান কোটি কোটি টাকা বিনিয়োগ করার বিষয়ে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কোন কোন প্রকল্প গড়ে তোলার আশ্বাস দেন জিন্দল গ্রুপ?
এদিন জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে জানান রাজ্যের বাণিজ্যিক পরিবেশ সম্পর্কে। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সালবনিতে কলকারখানার উদ্বোধন করেছিলেন ৭ বছর আগে। সমস্যাহীনভাবে চলে এই কারখানা। নষ্ট হয়নি এই কারখানার একটি কর্ম দিবসও। যা রাজ্যের বাণিজ্যিক (Industrial Park) পরিবেশের দুর্দান্ত প্রমাণ বলে জানান জিন্দল গ্রুপের চেয়ারম্যান। আর তার সাথে সাথে মঞ্চ থেকে বেশ কিছু শিল্প গড়ে তোলার ঘোষণা করেন তিনি। কি কি পরিকল্পনা জানান?
বিশ্ববঙ্গ বাণিজ্য মঞ্চ থেকে জিন্দল গ্রুপের চেয়ারম্যান জানিয়েছেন, ১৬০০০ কোটি টাকা বিনিয়োগ করে সালবনিতে নির্মিত হবে বিদ্যুৎকেন্দ্র। দুটি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্য চাইলে এই বিদ্যুৎকেন্দ্র আরও দ্বিগুণ নির্মাণের কথা এদিন ঘোষণা করেছেন তিনি। যা বাংলার শিল্প উন্নয়নের ক্ষেত্রে বিশেষ সহায়তা করবে।
তবে শুধু বিদ্যুৎকেন্দ্র নয়, পশ্চিমবঙ্গে আরো বেশ কিছু শিল্প গড়ে তোলার কথা ঘোষণা করেছেন জিন্দল গ্রুপের চেয়ারম্যান। অনুষ্ঠান সভা থেকে তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি অন্ডাল বিমানবন্দর গোড়ে তোলা নিয়ে চলছে বিশেষ আলোচনা। যা সজ্জিত হবে কলকাতা এয়ারপোর্টের আদলে। এইসব নির্মাণের পাশাপাশি ২০০০ একর জমির ওপর শিল্পপার্ক (Industrial Park) গড়ে উঠছে বলেও এদিন ঘোষণা করেন কর্পোরেট সংস্থা চেয়ারম্যান।
জিন্দল গ্রুপের পাশাপাশি এই মঞ্চ থেকে বাণিজ্য গড়ে তোলার আশ্বাস দেন অম্বুজা নেওয়াটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষ নেওয়াটিয়া। বাণিজ্য বিনিয়োগে ক্ষেত্রে দুটি দিক লক্ষ্য করার বার্তা দেন তিনি। হর্ষ নেওয়াটিয়া বলেন বাণিজ্য বিনিয়োগের জন্য দুটো দিক লক্ষ্য করতে হবে তা হল রাজ্যের সহায়ক পরিবেশ এবং আর্থিক সুযোগ-সুবিধা। তবে এই শিল্প (Industrial Park) গড়ে উঠলে রাজ্যবাসীর মিলবে সুযোগ সুবিধা। তৈরি হবে প্রত্যক্ষ ও প্রত্যক্ষ বহু কর্মসংস্থান।