AC Local Train: নিত্যযাত্রীদের অন্যতম ভরসা হলো লোকাল ট্রেন। লোকাল ট্রেনের মাধ্যমে স্বল্প খরচে প্রতিনিয়ত যাত্রীরা পৌঁছাতে পারে তাদের গন্তব্যস্থলে। সমাজের যেকোনো স্তরের মানুষ অল্প পয়সা ব্যয় করে দূরে কিংবা কাছে যেকোন জায়গায় যেতে পারে। কিন্তু ভিড় ঠেলে ঘেমে-নেয়ে যাতায়াত করতে কষ্ট হয় প্রত্যেকটি মানুষেরই। কিন্তু সেই কষ্টের দিন খুব শীঘ্রই ফুরোচ্ছে । সাধারণ মানুষ হয়তো সুখের মুখ দেখতে চলেছে খুব তাড়াতাড়ি। কি অভিনব উদ্যোগ নিল ভারতীয় রেল? বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
কারণ মুম্বইয়ের মত এবার থেকে রাজ্যবাসীও পেতে চলেছে এসি লোকাল ট্রেনের (AC Local Train) সুবিধা। এই সোনালী সফর উপভোগ করবে বাংলার মানুষ। নিশ্চিতভাবে এখন কিছু বলা যাচ্ছে না, তবে এমনই পরিকল্পনা করছে ভারতীয় রেল। সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাহলে কি এবার থেকে ভিড় ট্রেনে গরমে আর কষ্ট পেতে হবে না নিত্যযাত্রীদের?
একটি প্রতিবেদনের মাধ্যমে জানা যাচ্ছে যে, পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে AC লোকাল ট্রেন (AC Local Train) চালানোর। শিয়ালদা ডিভিশনের পক্ষ থেকে রেলবোর্ডকে এ ব্যাপারে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। যে এসি লোকাল ট্রেনটির ছবি ভাইরাল হয়েছে তা হাওড়া না শিয়ালদা ডিভিশনের সেটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
আরও পড়ুন: বিমান পরিষেবা নিয়ে নয়া উদ্যোগ কেন্দ্রের, সরাসরি যুক্ত হবে ইউরোপের সাথে
তবে এসি রেক তৈরি হওয়া শুরু হয়ে গেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। অনুমান করা হচ্ছে যে, ওই রেকটিই ছুটতে পারে হাওড়া কিংবা শিয়ালদা ডিভিশনে। তবে সবথেকে বেশি সম্ভাবনা হল শিয়ালদা ডিভিশনেই এই ট্রেনটি চলার। শিয়ালদা এবং হাওড়া দুটি গুরুত্বপূর্ণ জায়গা, এখানে এসি লোকাল ট্রেন চালু হলে সাধারণ মানুষের সুবিধা অনেক গুণ বেড়ে যাবে।
রেলবোর্ডকে চিঠি দিয়ে ২০২২ সালে একটি এসি লোকাল ট্রেন (AC Local Train) পরীক্ষামূলকভাবে চালানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। আশা করা হচ্ছে সেই অনুমোদনই স্বীকৃতি পাবে। কিন্তু স্পষ্টভাবে বলা যাচ্ছে না যে, এই এসি লোকাল ট্রেন চালালে তা কোন রুটে চলবে কিংবা কত ভাড়া হতে পারে? যাত্রীদের হয়তো অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।