Indian Immigrants: ২০৫ জন ভারতীয়কে পাঠানো হলো অমৃতসরে, কেন এমন করল আমেরিকা?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Indian Immigrants: ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ক্ষমতায় এলে আমেরিকা থেকে বহিরাগতদের বিতাড়িত করবেন। ক্ষমতা হস্তান্তরের পরে সেই মর্মে কাজও শুরু করে দিয়েছেন ট্রাম্প। আমেরিকায় প্রচুর পরিমাণে ভারতীয় বেআইনিভাবে বসবাস করছিল। যাদের মধ্যে ২০৫ জন অস্থায়ী বসবাসকারীদের মার্কিন সেনাবাহিনীর বিমান পৌঁছে দিল অমৃতসরে। অমৃতসরের শ্রীগুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার বিকেলে পৌঁছয় মার্কিন সেনার বিমানটি। আমেরিকার টেক্সাস থেকে এই বিমানটি গতকাল রওনা হয়েছিল। যদিও আজ ভোরে অমৃতসরে পৌঁছনোর কথা ছিল তবু কয়েকঘণ্টা দেরিতে বিমানটি অমৃতসরে অবতরণ করে।

Advertisements

আমেরিকা থেকে অনুপ্রবেশকারী (Indian Immigrants) হিসেবে চিহ্নিত করে যেসব ব্যক্তিদের ভারতে পাঠানো হয়েছিল তাঁদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক বাসিন্দা রয়েছেন গুজরাত, হরিয়ানা এবং পঞ্জাবের। তালিকায় পরের নাম হল মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। বহু সংখ্যক মানুষ রয়েছে এই দুই রাজ্য থেকে। সূত্র মারফত জানা গেছে যে, বিমানে ফেরত পাঠানো প্রত্যেক ব্যক্তির হাতকড়া এবং পায়ে বেড়ি পরানো অবস্থায় বিমানে তোলা হয় আমেরিকা থেকে। সেই একই অবস্থাতেই বিমানে অমৃতসর পৌঁছন তাঁরা।

Advertisements

অনুপ্রবেশকারী (Indian Immigrants) হিসেবে যেসব ব্যক্তিদের ভারতে পাঠানো হয়েছিল বিভিন্ন এজেন্টের মাধ্যমে একাধিক জায়গায় ঘোরার পর তাঁদের বেআইনিভাবে আমেরিকায় বসবাস করার সুযোগ করে দেওয়া হয়েছে। অস্থায়ীভাবে থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাদেরকে। একজন শীর্ষ ব্যক্তি জানিয়েছেন যে, প্রত্যেকটি ব্যক্তি বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ করার জন্য এজেন্টদের মোটা টাকা জমা দিয়েছেন। বিভিন্ন এজেন্টদের হাতে পড়ে প্রতারিত হয়েছেন এইসব ব্যক্তিরা। শুধুমাত্র এজেন্টদের দোষ নয় এরা নিজেরাও জেনেশুনে প্রতারিত হয়েছে।

Advertisements

আরও পড়ুন: বন্দে ভারতের আনন্দ উপভোগ করুন কাটরা-শ্রীনগর রুটে, কবে থেকে চালু হবে?

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পরিবর্তন এনেছেন বিভিন্ন নিয়মের ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপ্রবেশকারী ভারতীয়দের পাঠিয়ে দেওয়া হয়েছে দেশে। বেআইনিভাবে আমেরিকায় প্রবেশ আর নয়। স্থানীয় প্রশাসন প্রত্যেকটি ব্যক্তিকে অমৃতসরে পৌঁছনোর পর জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এমনকি বিদেশ মন্ত্রক এই গোটা প্রক্রিয়ার উপর নজরদারি করছে।

তবে বর্তমানে যারা (Indian Immigrants) ভারতে এসেছে তাঁদের বিরুদ্ধে আইনানুগ কোনও ব্যবস্থা নেওয়া হবে কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা মনে করছেন যে, আমেরিকা থেকে ধাপে ধাপে এরকম বহু অনুপ্রবেশকারী ভারতীয়কে ফেরানোর সম্ভাবনা রয়েছে। তারা এজেন্টের দ্বারা প্রতারিত হয়েছেন, আবার কখনো কখনো ইচ্ছা করে এই প্রতারণার ফাঁদে পা দিয়েছে।

Advertisements