Bangladesh: বেশ কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ টালমাটাল। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে তৈরি হয় সরকার বিরোধী আন্দোলন। যাকে বর্তমান বাংলাদেশে জুলাই বিপ্লব নামে আখ্যায়িত করা করা হয়েছে। যার সুত্র ধরে গত বছর ৫ই আগস্টে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার পর দেশের ক্ষমতা যায় জামাত প্রভাবিত ইউনুস গ্যাঙ্গের হাতে। হাসিনার দেশত্যাগ থেকে শুরু করে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার সবকিছু মিলিয়ে গোটা বিশ্বের কাছে নানা ভাবে সমালোচিত হতে হয়েছে বাংলাদেশকে। তবে এতকিছুর পরেও অশান্তি থেমে থাকেনি ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রতে।
এবার সে দেশে ফের ছড়াল শেখ হাসিনা বিরোধী বিক্ষোভের আঁচ। আবারো বিক্ষোভ শুরু হলো বাংলাদেশে এবং এইবার হামলাকারীদের হাত থেকে রক্ষা পেল না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের (Sheikh Mujibur Rahman) স্মৃতি বিজড়িত ধানমন্ডির (Dhanmandi) বাড়িও। একদল বিক্ষোভকারী বুধবার রাতে হামলা চালায় বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়িতে। বাড়িটিতে ভাঙচুর পর্যন্ত করা হয়। ঘটনাটির তীব্র প্রতিবাদ করেছে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী এবং মুজিব কন্যা শেখ হাসিনা। তিনি বিচার চেয়েছেন বাংলাদেশবাসীর কাছে।
হাসিনা বিরোধী স্লোগান থেমে থাকেনি বাংলাদেশে (Bangladesh)। বুধবার রাতে বিক্ষোভকারীরা প্রথমে ধানমন্ডির বাড়ির শেখ মুজিবুর স্মৃতি জাদুঘরের সামনে বিক্ষোভ দেখান এবং ক্রমাগত চলতে থাকে হাসিনা বিরোধী স্লোগান। কোটা আন্দোলন দিয়ে শুরু হয়েছিল বিক্ষোভ, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক হয়নি।
আরও পড়ুন: ট্রাম্পকে পাল্টা জবাব দিলেন ২৫ শতাংশ শুল্ক আরোপ করে, কি হুঁশিয়ারি দিলেন ট্রুডো?
হামলাকারীরা এরপর বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। এমনকি বাড়ির বিভিন্ন জায়গা ভেঙ্গে ফেলা হয় বুলডোজার এনে। এমন ঘৃণ্য কাজ সত্যিই নিন্দার বিষয়। যদিও এই ঘটনা বাংলাদেশে প্রথম বার হয়েছে তা নয়, গত বছরের ৫ই অগস্ট হাসিনা দেশ ছাড়ার পরও হামলা চালানো হয়েছিল ওই বাড়িতে। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত বছর থেকেই উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)।
২০২৪ সালের ৫ই অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে (তর্ক যোগ্য) দেশ ছাড়েন শেখ হাসিনা। তখন থেকেই বাংলাদেশ উত্তপ্ত এবং এখনো সেই আঁচ এসে পড়ছে রাজনীতিতে। হাসিনার দেশত্যাগের পর গঠিত হয় মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এই সরকারও কিন্তু বাংলাদেশ শান্তি ফিরিয়ে আনতে পারেনি। বঙ্গবন্ধুর বাড়িতে হামলা চালিয়ে আবারো বিক্ষোভকারীরা প্রমাণ করে দিল যে আন্দোলনের আগুন এখনও নেভেনি।