Bharat Electronics Limited: পড়াশোনা শেষ করে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? কিন্তু ঠিকঠাক মনের মতো চাকরি মিলছে না? কেন্দ্রীয় সংস্থার চাকরি খুঁজছেন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। যেখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী। মাস গেলে মিলবে মোটা অঙ্কের বেতন। জানতে চান যোগ্যতা কি লাগবে? কিভাবে আবেদন করতে হবে? আবেদনের শেষ তারিখ কবে? জানতে হলে অবশ্যই মনোযোগ দিয়ে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
নিয়োগ স্থান
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে (Bharat Electronics Limited) নিযুক্ত প্রার্থীকে নিয়োগ করা হবে মছলিপত্তম ইউনিটে। অর্থাৎ প্রার্থীকে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তম ইউনিটে কাজ করতে হবে।
পদের নাম
উপরে উল্লেখিত সংস্থার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী।
শূন্যপদ
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী একটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়সসীমা
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। তার বেশি হলে আবেদন গ্রাহ্য হবে না।
শিক্ষাগত যোগ্যতা
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (Bharat Electronics Limited) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীদের বাণিজ্য, বিজনেস ম্যানেজমেন্ট অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। তবে আবেদন করা যাব পাশাপাশি প্রার্থীর কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
আরও পড়ুন: শীঘ্রই কর্মী নিয়োগ হবে সেন্ট্রাল জু অথরিটির বিভিন্ন পদে, কারা পাবেন এই সুযোগ
মাসিক বেতন
উপরে উল্লেখিত পদে নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ৮২ হাজার টাকা।
আবেদন পদ্ধতি
ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র সহযোগে ফর্ম ফিলাপ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনের জন্য যে নথিপত্রগুলি লাগবে তা হল শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের সার্টিফিকেট, ছবি, সইসহ অন্যান্য নথিপত্র।
আবেদন মূল্য
সংশ্লিষ্ট পদে আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে ২৯৫ টাকা।
আবেদনের শেষ তারিখ
ভারত ইলেকট্রনিক্স পদে আবেদনের শেষ তারিখ হল ২১/০২/২০২৫ অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
বিশদে জানতে অনুসরণ করুন ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (Bharat Electronics Limited) অফিশিয়াল ওয়েবসাইট।