Free Cigarettes with Books: বইয়ের সাথে সিগারেট ফ্রি, এমন অদ্ভুত স্টল মিলল বইমেলাতে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Free Cigarettes with Books: ৯ই ফেব্রুয়ারি ছিল ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষ দিন। এই বইমেলাতে আসলেই দেখতে পাবেন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে কালী সিগারেট। দুটো জিনিস সম্পূর্ণ আলাদা তাও কোথায় রয়েছে এই দুইয়ের মধ্যে যোগসূত্র? আসল ঘটনা জানতে হলে আপনাকে ইতিহাসের পাতা উল্টে পৌঁছে যেতে হবে বহু বছর পিছনে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বঙ্গভঙ্গ হল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বঙ্গভঙ্গের সময়ে যখন বিদেশি জিনিসপত্র ত্যাগের হিড়িক ওঠে ঠিক সেই মুহূর্তেই আবির্ভাব ঘটেছিল কালী সিগারেটের। তবে কলকাতা বইমেলায় এই কালী সিগারেটের কি সম্পর্ক সেটা এখনও স্পষ্ট না।

Advertisements

যদি এই দুর্দান্ত চমক দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে বইমেলার এক নম্বর গেটের কাছে ১১৬ নম্বর স্টল কলেজপাড়া প্রকাশনীতে। এই স্টলে আগত ক্রেতারা যদি একটি নির্দিষ্ট বই কেনেন তাহলে তাদের উপহার দেওয়া হবে এই কালী সিগারেট (Free Cigarettes with Books)। কলেজপাড়া প্রকাশনী থেকে গত বছর এবং এই বছর দুটি বই বেরিয়েছে সাহিত্যিক অভিষেক চট্টোপাধ্যায়ের। গত বছর প্রকাশিত হয়েছিল ‘বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব’। এই বছর প্রকাশ পেয়েছে তারই প্রিকুয়েল ‘কালীমায়ের বোমা’। ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবকে উদ্দেশ্য করেই লেখা এই বই। যার মূল ঘাঁটি ছিল তৎকালীন অবিভক্ত বাংলা।

Advertisements

যদি ক্রেতারা এই স্টল থেকে ‘বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব’ বইটি কেনেন তাহলে কালী সিগারেটের একটি প্যাকেট উপহার দিচ্ছে প্রকাশনা সংস্থা। তবে চমক কিন্তু এখানেই শেষ নয়। প্যাকেটের ভেতর রয়েছে ছোট্ট চিরকুট। যেখানে লেখা ‘বন্দেমাতরম’। বইটির লেখক অভিষেক চট্টোপাধ্যায় ডট ইনকে জানিয়েছেন, বঙ্গভঙ্গের সময়ে দেশে বর্জন করা হচ্ছিল বিদেশী জিনিস এবং সেই সময়ে আবির্ভাব ঘটে কালী সিগারেটের (CFree Cigarettes with Books)। এটির আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হল এই প্যাকেটের ভেতরে স্বদেশীরা অনেক সময় গোপন তথ্য আদানপ্রদান করতেন। সেই পুরনো ভাবনাকে এখনো সতেজ রাখতে এই চিরকুটের ব্যবস্থা।

Advertisements

আরও পড়ুন: মমতাজ বিবির হাতে তৈরি মা দুর্গার শাড়ির দাম ৩৩ লাখ টাকা

অবিভক্ত বাংলাতেই শুরু হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সশস্ত্র আন্দোলন। তৎকালীন বিপ্লবীরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষকে একত্রিত করতে শক্তির সঙ্গে তন্ত্র, ধর্মকে জুড়ে দিয়েছিলেন। সেই ইতিহাসকেই ‘কালী মায়ের বোমা’ এবং ‘বাংলার তন্ত্র ও কলকাতার বিপ্লব’ বই দুটিতে তুলে ধরেছেন লেখক। তিনি জানালেন, ‘একটা সময় এসেছিল যখন সশস্ত্র আন্দোলন একমাত্র বিকল্প হয়ে উঠেছিল আবেদন-নিবেদন নীতির বিপরীতে এসে। সমস্ত মানুষকে এক ছাতার তলায় আনার জন্য ব্রহ্মবান্ধব উপাধ্যায় প্রথম এই ‘কালী মায়ের বোমা’ কথাটি চালু করেছিলেন।

তার সহকারী ছিলেন অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, হেমচন্দ্র দাস, উল্লাসকর দত্ত। বঙ্গে যখন বোমা ব্যবহার করা শুরু হয় তখন তার সঙ্গে মিশিয়ে দেওয়া হয় ধর্মকে। সে কারণেই এই বইয়ের নাম ‘কালীমায়ের বোমা’, সিগারেটের নাম কালী সিগারেট’। কালি সিগারেটের (Free Cigarettes with Books) পাশাপাশি কালী মায়ের বোমা বইটির সঙ্গেও স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত বিভিন্ন ছবি, পোস্টার বইপ্রেমীদের উপহার দিচ্ছে প্রকাশনা সংস্থা। সাধারণ মানুষের জন্য এই বিশেষ চমক হলো, ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে।স্বাধীনতা প্রাপ্তির সংগ্রামের কথা মনে করিয়ে দিচ্ছে প্রকাশনা সংস্থাটি।

Advertisements