Two Sisters Success Story: জীবনে বাধা-বিপত্তি আসবেই, বাধা-বিপত্তি অতিক্রম করে যখন সফলতা অর্জন করা হবে তখন তার মূল্য অনেক বেশি। তবে চেষ্টা করলে যেকোন রকম প্রতিকূলতাকে খুব সহজেই জয় করা সম্ভব হয়। যদি মনের জোর থাকে তাহলে সফলতা অবশ্যই একদিন না একদিন আসবে। কৃষক পরিবারের এমন দুই কন্যার গল্প আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে যাদের বাড়ি ২০০৪ সালের সুনামিতে তলিয়ে গিয়েছিল খড় কুটোর মতো। জীবনের অন্যতম বাধা ছিল দারিদ্রতা, চরম অনিশ্চয়তা, তবে কোনো কিছুই অন্তরায় হয়ে দাঁড়াতে পারেনি দুই বোনের সাফল্যে।
এই দুই বোনের জন্ম তামিলনাড়ুর (Tamilnadu) কুড্ডালোর জেলার এক কৃষক পরিবারে। দুই বোন (Two Sisters Success Story) ইউপিএসসি পরীক্ষায় সফলতা অর্জন করে আইপিএস (IPS) ও আইএএস (IAS) হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। ইউপিএসসির মতো পরীক্ষা সাধারণত ভারতের সবথেকে কঠিনতম পরীক্ষা। ঈশ্বরিয়া রামানাথন এবং তাঁর বোন সুস্মিতা রামানাথন দুজনেই ইউপিএসসির মতো কঠিন পরীক্ষায় সফলতা পেয়ে একেবারে নজির স্থাপন করেছে।
গোটা দেশকে তাক লাগিয়ে ২০২২ সালে ইউপিএসসি পরীক্ষায় (Two Sisters Success Story) বসে সুস্মিতা গোটা ভারতের মধ্যে ৫২৮ তম স্থান অর্জন করে। ছয়বারের চেষ্টায় ইউপিএসসি (UPSC) ক্র্যাক করে আইপিএস হিসাবে যোগদান করেন সুস্মিতা। দিদি সুস্মিতার সাফল্যে একেবারে অনুপ্রাণিত হয়েছিলেন বোন ঈশ্বরিয়া। সিভিল সার্ভিসেস পরীক্ষায় বসার প্রস্তুতি শুরু করে দেন জোড়kও ঈশ্বরিয়া রামানাথনও।
আরও পড়ুন: ক্রিকেট টুর্নামেন্ট শেষ হতে সময় লাগল ৩ বছর! অবিশ্বাস্য ঘটনা বীরভূমে
ঈশ্বরিয়া ২০১৮ সালে ইউপিএসসি পরীক্ষায় ৬৩০ তম স্থান দখল করে রেলওয়ে অ্যাকাউন্টস সার্ভিস (RAS)- এর জন্য নির্বাচিত হন। তবে তিনি পুনরায় ২০১৯ সালে ইউপিএসসি পরীক্ষায় বসে ৪৪ তম স্থান দখল করেন। ২০২০ সালে তামিলনাড়ু ক্যাডারের আইএএস হিসাবে নিযুক্ত করা হয় তাঁকে। বর্তমানে থুথুকুডি জেলায় অতিরিক্ত কালেক্টর (উন্নয়ন) হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ঈশ্বরিয়া।
ইউপিএসসি পরীক্ষায় এত বড় সফলতা অর্জন করে কৃষক পরিবারের এই দুই কন্যাসন্তান (Two Sisters Success Story) রীতিমতো প্রমাণ করে দিয়েছে বাধাবিপত্তিকে কিভাবে অতিক্রম করতে হয়। হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেলে সবরকম প্রতিকূলতা পার করা সম্ভব। পরিশ্রম ও নিষ্ঠা কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করতে সহায়তা করে। বর্তমানে সুস্মিতা ও তাঁর বোন ঈশ্বরিয়া হাজার হাজার কৃষক পরিবারের সন্তানের কাছে অনুপ্রেরণা।