নিজস্ব প্রতিবেদন : আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা, যে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শিশুসহ ৫ জন আহত হয়েছেন বলেই জানা যাচ্ছে। শুধু আহত নয়, এর পাশাপাশি এমন দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলেও খবর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা ৬:২০ নাগাদ তাদের কাছে খবর আসে বোলপুরের বাঁধগোড়ায় থাকা সাঁঝবাতি নামে একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই পুলিশ থেকে শুরু করে দমকল বাহিনী উদ্ধারকার্যে নেমে পড়ে। তবে তাদের এত তৎপরতা সত্ত্বেও আহত ও নিহতের ঘটনা রুখে দেওয়া সম্ভব হয়নি।
আবাসনে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যুর পাশাপাশি পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও আবাসনের অন্যান্য বাসিন্দারা আটকে পড়েন। অনেকেই রয়েছেন যারা প্রাণ বাঁচাতে ছাদের উপর চড়ে যান। এই দুর্ঘটনায় দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ছাদের উপর যারা ছিলেন তাদের উদ্ধার করে।
বোলপুর শ্রীনিকেতন রোডের ওপর জনবহুল এলাকায় থাকা এই আবাসনে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা নিয়ে এখনো পর্যন্ত দমকল বাহিনী অথবা পুলিশ প্রশাসনের তরফ থেকে সুস্পষ্টভাবে কোন উত্তর দেওয়া হয়নি। বিষয়টি তদন্ত করে জানানো হবে বলে তাদের তরফ থেকে জানানো হয়েছে। তবে যা জানা যাচ্ছে তাতে, শক সার্কিটের মতো ঘটনা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, আপাতত তাদের তরফ থেকে আবাসনের সমস্ত ফ্ল্যাট সিল করা হয়েছে। তদন্ত করার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই দুর্ঘটনায় যাদের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে তাদের মধ্যে একজন হলেন স্বপন নন্দী এবং আরেকজন হলেন অঞ্জু নন্দী। দুজনের বয়স যথাক্রমে ৬৮ ও ৬২ বছর। এছাড়াও এই দুর্ঘটনায় দুইজন শিশু সহ পাঁচ জন অগ্নিদগ্ধ।