Kona Expressway: এবার যানজট মুক্ত হবে হাওড়া, এলিভেটেড করিডোর তৈরির পরিকল্পনা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Kona Expressway: পশ্চিমবঙ্গের এক অন্যতম ব্যস্ত জেলা তথা শহর হল হাওড়া। মূলত কলকাতা পৌঁছাতে গেলে এই জেলার উপর দিয়েই পৌঁছাতে হয় মহানগরী। ফলে বহু জায়গার বিভিন্ন যানবাহন হাওড়ার কোনা এক্সপ্রেস, সাঁতরাগাছি রোডের উপর দিয়েই যাতায়াত করে। এর ফলে যানজট তৈরি হয় হাওড়ার কোন এক্সপ্রেসওয়েতে। অফিস টাইমে নিত্যযাত্রীদের ভোগান্তির শিকার হতে হয় এই রুটে। আর সেই যাত্রীদের সুবিধার্থেই নয়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য পূর্ত বিভাগ। কি সেই নয়া পরিকল্পনা? কবে থেকেই বা সেই পরিষেবা মিলবে যাত্রীদের?

Advertisements

প্রসঙ্গত, যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে রেল স্টেশনগুলির। তেমনি দক্ষিণ পূর্ব রেল তরফে অত্যাধুনিক জংশন তৈরি করা হচ্ছে সাঁতরাগাছি রেল স্টেশনকে। ফলে দিন দিন বাড়ছে ট্রেন সংখ্যা। আর এই ট্রেন সংখ্যা বৃদ্ধির ফলে বাড়ছে যাত্রী সংখ্যা। যার প্রভাব এসে পড়ছে সাঁতরাগাছি সংলগ্ন রাস্তায়। প্রায় প্রতিদিনই নিত্যযাত্রীদের কোনা এক্সপ্রেস রুটে যানজটের ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর এই সমস্যার সমাধানে নয়া পরিকল্পনা করেছে রাজ্য পূর্ত বিভাগ।

Advertisements

কি সেই নয়া সিদ্ধান্ত? জানা গিয়েছে হাওড়া টু কলকাতা রুটের কোনা এক্সপ্রেসওয়ের (Kona Expressway) যানজট কমাতে নির্মিত হবে এলিভেটেড করিডোর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে নতুন ব্রিজ ও রাস্তা নির্মাণের কাজ। চলছে ঝড়ের গতিতে কাজ। কোথা থেকে কোথা পর্যন্ত তৈরি হচ্ছে এই এলিভেটেড করিডোর? এই নতুন ব্রিজ হওয়ার ফলে কি সুবিধাই বা হবে যাত্রীদের?

Advertisements

আরও পড়ুন: শুধু রেল নয়, এবার জাহাজ নির্মাণেও নাম কামাবে টিটাগড়, নয়া সিদ্ধান্তের ঘোষণা করল কোম্পানি

রাজ্য পূর্ত বিভাগ সূত্রে খবর, কোনা এক্সপ্রেসওয়েতে (Kona Expressway) যে ক্যারিরোড মোড় রয়েছে সেই ক্যারিরোড মোড়ের পরে ফুটবল গেট থেকে নির্মিত হচ্ছে এলিভেটেড করিডোর। যা শেষ হবে খেজুরতলায়। যার উপর দিয়ে পৌঁছে যাওয়া যাবে ১৬ নম্বর জাতীয় সড়কে। অর্থাৎ এই নতুন ব্রিজ তৈরি হলে যাত্রীরা পুরনো সাঁতরাগাছি ব্রিজের ওপর উঠে করিডোর ধরে পৌঁছে যাবে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায়। প্রায় ৬ লেনের ৭ কিলোমিটার লম্বা এই পথ তৈরি হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজা ফেলে ফুটবল গেট থেকে গরফা, খেজুরতলা পর্যন্ত।

এই এলিভেটেড করিডোর তৈরির কাজ কোন সংস্থা পেয়েছে? কত দিনেই বা তারা কাজ সম্পূর্ণ করবে বলে জানিয়েছে? জানা গিয়েছে, রেল বিকাশ নিগম লিমিটেড এলিভেটেড করিডোর তৈরি কাজের দায়িত্ব পেয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ রয়েছে তত্ত্বাবধানের কাজে। অন্যদীকে যাত্রীদের যানজট কমাতে বিশেষ কিছু সিদ্ধান্ত নিয়েছে হাওড়া সিটি পুলিশ। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার বিষয়ে সংস্থা তরফে জানানো হয়েছে, প্রায় ৩ বছর লাগবে এই করিডোর তৈরি হতে। অর্থাৎ এই নতুন ব্রিজের (Kona Expressway) উপর দিয়ে যাতায়াত করতে এখনো ৩ বছর অপেক্ষা করতে হবে হাওড়া রুটের নিত্যযাত্রীদের।

Advertisements