GIG Workers Pension: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেটে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে, মধ্যবিত্তকে ১২ লাখের আয়কর ছাড়ের সুবিধা দেওয়া হয়েছে। এর পাশাপাশি সুখবর রয়েছে অস্থায়ী কর্মীদের জন্য। ডেলিভারি বয় থেকে শুরু করে কুরিয়ার বয় সকলেই পাবে এই সুবিধা। কি এমন বড় সিদ্ধান্ত নিল দিল্ল? কর্মীরা কি কি সুবিধা পাবে চলুন জেনে নিই এই প্রতিবেদনে।
সরকার থেকে পাওয়া সুবিধা
নয়াদিল্লি ডেলিভারি বয়দের জন্য নিয়ে আসছি দুর্দান্তর খবর (GIG Workers Pension)। সাধারণত ডেলিভারি বয়দের জীবন খুবই কষ্টকর সময়ের মধ্যে অর্ডার করা জিনিস পৌঁছে দিতে হয় মানুষের দোরগোড়ায়। গ্রাহকদের দরজার সামনে ডেলিভারি বয়রা সময়মতো খাবার পৌঁছে দেয়, এবার থেকে তাদেরকেও দেওয়া হলো পেনশনের সুবিধা। আগামী দিনে ডেলিভারি বয়, কুরিয়ার বয়সহ দেশের এক কোটি গিগ কর্মীদের পেনশন দিতে চলেছে মোদি সরকার। যারা চাকরি ছাড়া বেতন বা দৈনিক মজুরি ছাড়াই শুধুমাত্র কাজের ভিত্তিতে বেতন পান, তারাও কিন্তু লাভ করবেন এই পেনশনের সুবিধা।
কবে আসবে এই পেনশনের খবর?
ভারত সরকারের শ্রমমন্ত্রক সম্প্রতি এই সংক্রান্ত একটি খসড়া নীতি তৈরি করেছে। দীর্ঘ আলোচনার পরেই রাজ্য সরকার, ব্যবসায়ী সংগঠন এবং ট্রেড ইউনিয়নগুলির প্রতিনিধিরা এটি (GIG Workers Pension) কার্যকর করার জন্য সচেষ্ট হয়েছেন। ভারত সরকার বর্তমানে এই নীতিতে সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করছে।
UAN নম্বরের মাধ্যমে কি সুবিধা পাওয়া যাবে?
গিগ কর্মীদের দেওয়া হবে একাধিক সামাজিক নিরাপত্তা সংক্রান্ত সুবিধা এবং পাশাপাশি থাকবে পেনশন সুবিধা (GIG Workers Pension)। ভারত সরকার প্রতিটি গিগ কর্মীকে UAN অর্থাৎ ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর প্রদান করবে। এই নম্বরের মাধ্যমে গিগ কর্মী যে প্ল্যাটফর্ম বা কোম্পানির সঙ্গে কাজ করুক না কেন, নিরাপত্তার সুবিধা যেমন পাবে তেমনই পাবে পেনশনে সুবিধাও।
আরও পড়ুন: একধাক্কায় ৭০০ কর্মী ছাঁটাই করল ইনফোসিস, কর্মীরা দারস্ত হলো সরকারের
এই সুবিধা লাভ করতে গেলে কি করতে হবে!
গিগ কর্মীদের শুধুমাত্র ই-শ্রম পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। গিগ কর্মীদের জন্য এই পেনশন সুবিধা যোগ থাকবে তাদের লেনদেনের সঙ্গে। এর সোজা অর্থ হল ডেলিভারি বয় হিসাবে তিনি কতটা কাজ করছেন এবং কত জায়গায় পণ্য ডেলিভারি করেন, তার ভিত্তিতে তাদের পেনশনের জন্য অবদান গণনা করা হবে।
কেন্দ্র ও রাজ্যের সঙ্গে কথা
কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার অবশিষ্ট পেনশন দায় ভাগ করে নেবে নিজেদের মধ্যে। এই বিভাজনের সিদ্ধান্ত নেওয়া হবে জিএসটি ভাগাভাগির সূত্রের ভিত্তিতে। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি সংস্থাগুলি পর্যবেক্ষণ এবং গিগ কর্মীদের যত্ন নেওয়ার জন্য একই পদ্ধতি অবলম্বন করবে। এই সিদ্ধান্তের ফলে ভারত সরকার গিগ কর্মীদের সম্পূর্ণ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চায়। দীর্ঘদিনের দাবী অবশেষে পূরণ হচ্ছে
কোম্পানিগুলিকেও তাদের অবদান রাখতে হবে
সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, গিগ কর্মীদের এই সুবিধা (GIG Workers Pension) প্রদান করতে গেলে অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্মগুলি চালানো সংস্থাগুলিকেও গিগ কর্মীদের পেনশন তহবিলে অবদান রাখতে হবে। ইতিমধ্যেই এই বিষয় নীতি তৈরি করা হয়েছে। তার প্রাথমিক খসড়ার আওতায় গিগ কর্মীদের নিয়োগকারী সংস্থাগুলিকে বার্ষিক টার্নওভারের ১/২ শতাংশ এই তহবিলে অবদান রাখতে হতে পারে।