North East Railway Recruitment: উত্তর-পূর্ব রেলওয়েতে মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, নিয়োগ হবে হাজারেরও বেশি শূন্য পদে

Prosun Kanti Das

Published on:

Advertisements

North East Railway Recruitment: চাকরির বাজার এক কথায় বলতে গেলে খুবই খারাপ। ভারতের মতো উন্নয়নশীল দেশে প্রতিবছর যে পরিমাণ শিক্ষিত যুবক-যুবতী চাকরির জন্য প্রস্তুত হয়, তত পরিমাণ চাকরির বাজার তৈরি হয় না দেশের মধ্যে। যার ফলে চাকরির ক্ষেত্রে এক কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয় আবেদনকারীদের। সেই চাকরির মন্দার বাজারে সুখবর নিয়ে এসেছে উত্তর-পূর্ব রেলওয়ে। তারা প্রায় এক হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে। আপনি যদি উক্ত পথগুলিতে আবেদনের জন্য ইচ্ছুক হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি আপনার জন্য।

Advertisements
নিয়োগ কারী সংস্থা

উত্তর-পূর্ব রেলওয়ে (North East Railway Recruitment)।

Advertisements
শূন্য পদের সংখ্যা

মোট শূন্য পদের সংখ্যা হল ১১০৪ টি।

Advertisements
কোন পদে নিয়োগ করা হবে

উত্তর-পূর্ব রেলওয়ে (North East Railway Recruitment) শিক্ষানবিশ বা এপ্রেন্টিস হিসাবে কর্মী নিয়োগ করতে চলেছে।

আবেদনের যোগ্যতা

বিভিন্ন ট্রেড থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই উত্তীর্ণ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদনের বয়সসীমা

ইচ্ছুক আবেদনকারীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন: কিভাবে নিশ্চিত টিকিট পান দালালরা? আসল কারণ জানা গেল এতদিনে

আবেদন মূল্য

উক্ত পদে আবেদনের জন্য আবেদনকারীদের ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

আবেদনের মাধ্যম

প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।

কর্মী নিয়োগ পদ্ধতি

প্রথমে আবেদন প্রার্থীদের মেধার ভিত্তিতে একটি তালিকা করা হবে। সেই তালিকা থেকে বাছাইকৃত প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হবে। ইন্টারভিউ উত্তীর্ণ প্রার্থীদের এক বছরের জন্য লখনৌ, বারানসী, গোন্দা, গোরখপুর সহ উত্তর-পূর্বে রেলওয়ের আরো বেশ কিছু ওয়ার্কশপে প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ

প্রার্থীরা ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন।

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট

সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি হল https://ner.indianrailways.gov.in/

Advertisements