IIT Kharagpur-Jadavpur University: এবার থেকে শুধু ইঞ্জিনিয়ারিং বিভাগ নয়, বিজ্ঞান ও কলা বিভাগেও বিভিন্ন বিষয় নিয়ে যৌথভাবে কাজ করবে আইআইটি খড়গপুর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, নতুন কোর্সও করা যাবে এবার থেকে। এই মর্মে দুই প্রতিষ্ঠান একটি চুক্তিও স্বাক্ষর করেছে। এই দিন খড়গপুর আইআইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক এস কে সামন্ত রায় এবং যাদবপুরের তরফ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক নীলাদ্রি চক্রবর্তী এবং নিবন্ধক ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়।
পঠন পাঠন এবং গবেষণার জন্য যৌথভাবে হাত মেলালো এই দুই প্রতিষ্ঠান (IIT Kharagpur-Jadavpur University)। আশা করা যাচ্ছে, দুই প্রতিষ্ঠানের মধ্যে এই নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে রাজ্যে শিল্প পরিবেশের উন্নতি সাধন ঘটবে। পাশাপাশি এই সংস্থা দুটি নিজস্ব আয় বাড়ানোর জন্য যৌথভাবে কিছু নতুন কোর্স চালু করতে চলেছে। স্বল্প মেয়াদী এই কোর্সগুলি অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই করা যাবে। পরবর্তীকালে এই কোর্সগুলি থেকে ডিপ্লোমা কোর্সেও রূপান্তরিত করা যেতে পারে।
মূলত কারিগরি শিক্ষার ক্ষেত্রে এই শর্ট কোর্সগুলি অত্যন্ত কার্যকর হতে চলেছে। অনেক সময় দেখা যায় অনেকে কারিগরি শিক্ষার কোন কোর্স করল। তারপর কারিগরি শিক্ষার শেষে কোনো রোজগারের পথ বেছে নিল। কিন্তু তারপর নানান প্রযুক্তির ফলে যখন নতুন পরিবর্তন আসে, তখন প্রতিটি নতুন পরিবর্তনকে অনুসরণ করতে হয়। কিন্তু যুগের সাথে তালে তাল মেলাতে তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়। মূলতঃ তাদের ক্ষেত্রে এই নতুন কোর্সগুলি অত্যন্ত উপযোগী হতে চলেছে বলে মনে করছেন তারা। এই কারণেই তাদের কথা মাথায় রেখেই এই শর্ট কোর্সগুলি চালু করা হবে।
আরও পড়ুন: শীঘ্রই কর্মী নেওয়া হবে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে, দেখুন চটজলদি
এই চুক্তির ফলে গবেষণা ইন্টার্নশিপ ও কনসালটেন্সির কাজও যৌথভাবে করা হবে। দুই প্রতিষ্ঠানের (IIT Kharagpur-Jadavpur University) মূল লক্ষ্যই হল সার্কভুক্ত দেশ ও আফ্রিকা। সাধারণত এই দেশগুলিতে ইউরোপের বিভিন্ন সংস্থা কনসালটেন্সি হিসাবে কাজ করে। এবার থেকে যৌথভাবে এই কাজগুলি করবে এই দুই প্রতিষ্ঠান। সমস্ত আন্তর্জাতিক টেন্ডারগুলি পাওয়ার জন্যই যৌথভাবে ঝাঁপিয়ে পড়েছে তারা।
এই চুক্তি প্রসঙ্গে নীলাদ্রি চক্রবর্তী জানান, এই চুক্তির ফলে গবেষণা, ইন্টার্নশিপ এবং কনসালটেন্সির কাজ যৌথভাবে করার সিদ্ধান্ত হয়েছে। তিনি আরো জানান শুধু ইঞ্জিনিয়ারিং বিভাগই নয়, বিজ্ঞান ও কলা বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে যৌথ গবেষণার কাজ করবে দুই প্রতিষ্ঠান (IIT Kharagpur-Jadavpur University)। এই চুক্তিতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। বলা হয়েছে সংস্থা দুটির নিজস্ব আয় বাড়াতে যৌথভাবে নতুন কোর্স চালু করা হবে।