রায়হান রেজা : বীরভূমের মুরারইয়ের ১নং ব্লকের অন্তর্গত গোড়সা গ্রাম, যে গ্রামের দুর্গাপুজো বা কালীপুজোয় তেমন ধুমধাম দেখা যায় না, কিন্তু এই গ্রামে লক্ষ্মী পুজো মানেই আলাদা আনন্দ, লক্ষী পূজোয় এই গ্রামের সব থেকে বড় উৎসব।
যুগ যুগ ধরে এভাবেই এই গ্রামে লক্ষ্মীপুজো পালিত হয়ে আসছে। পুজো উপলক্ষে এলাকায় দুদিনের একটি মেলার আয়োজন করা হয়, যে মেলার বয়স কম করে ১৫০ বছর। এই মেলা উপলক্ষে এই দুদিনে হাজার হাজার মানুষের আগমন ঘটে। শুধু এলাকার মানুষদের আগমন নয়, পার্শ্ববর্তী জেলা মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের পাঁকুড় জেলা থেকেও দর্শনার্থীরা পুজো ও মেলা দেখতে আসেন। এলাকার স্থানীয় বাসিন্দারা এই লক্ষ্মীপুজোকে ঘিরে দুর্গাপুজো, কালীপুজোর মত নতুন জামা কাপড় পরে আনন্দে মাতেন।
গোড়সা গ্রামে দুটি লক্ষ্মী পুজো হয় বলে জানা গিয়েছে। এই দুটি লক্ষ্মীপুজোয় গ্রামের বাসিন্দারা যাঁরা ভিন জেলা অথবা ভিন রাজ্যে কর্মসূত্রে রয়েছেন তারাও এই পুজোতে বাড়ি ফিরে আসেন। গ্রামের এই লক্ষ্মীপুজোর আরও বিশেষত্ব হলো, শুধু হিন্দুরাই এই পুজোতে অংশগ্রহণ করেন এমন নয়, মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই পুজোয় নিজেদের শামিল করেন।
পুজো উপলক্ষে মেলা আয়োজনের পাশাপাশি আকর্ষণীয় আতশবাজির আয়োজন থাকে, যা সব শেষে ভোর রাতে প্রদর্শন করা হয়।