ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে যা যা করণীয়

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রাকৃতিক বিপর্যয়গুলির মধ্যে ঘূর্ণিঝড় বড় আতঙ্কের কারণ। বিগত কয়েক বছর ধরে বেশ কয়েকটি ঘূর্ণিঝড় মহাসমুদ্রে শক্তি সঞ্চয় করে ভারতের বিভিন্ন রাজ্যের উপকূলে আছড়ে পড়েছে। বিগত দুই বছরে এই সকল ঘূর্ণিঝড়ের পরিসংখ্যান সবথেকে বেশি। কিন্তু এই সকল ঘূর্ণিঝড় নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে ধীরস্থিরভাবে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন।

Advertisements

Advertisements

কখনো আয়লা, কখনো বায়ু কখনো ফনি, কখনো বুলবুল একের পর এক ঘূর্ণিঝড়ের রাত কাটিয়েছে বাঙালিরা। কোনো কোনোটি আবার নিজেদের গতিপথ বদলে সরে গেছে অন্য কোনো দিকে। আর এবার ‘আমফান’ ঘূর্ণিঝড়ের আতঙ্কের ছায়া রাজ্যবাসীদের মধ্যে। ইতিমধ্যেই প্রশাসনিক দিক দিয়ে সমস্ত রকম সর্তকতা অবলম্বন করা হয়েছে, মাইকিং করে সতর্ক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি খোলা হয়েছে কন্ট্রোল রুম (১০৭০)। তা সত্ত্বেও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার দায়িত্ব সবথেকে বেশি হয়তো আপনারই।

Advertisements

ঝড় শুরুর আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নজরে রাখুন –

কী কী করবেন

১) যতটা সম্ভব নিজেকে শান্ত থাকার চেষ্টা করুন।

২) সংবাদ মাধ্যমে আবহাওয়ার যাবতীয় খবরাখবরের দিকে খেয়াল রাখুন।

৩) সমস্ত দরকারি কাগজ প্লাস্টিক ব্যাগে ভরে নিন।

৪) রোজকার প্রয়োজনীয় ওষুধ বাড়তি কিনে রাখুন।

৫) বাড়ির সব মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন।

৬) মোমবাতির ব্যবস্থা রাখুন, হারিকেনে তেল ভরে নিন।

৭) পর্যাপ্ত পরিমাণ পানীয় জলের ব্যবস্থা আগে থেকেই করে রাখুন।

৮) ব্যাটারি দেওয়া রেডিওর ব্যবস্থা রাখুন।

কী কী করবেন না

১) গুজবে কান দেবেন না।

২) ধারালো কোন ধাতব জিনিস খোলা ফেলে রাখবেন না।

৩) বাড়ির পোষ্যকে বেঁধে রাখবে না।

৪) বাড়ির ছােট বাচ্চাদের ছেড়ে রাখবেন না।

৫) ফ্রিজে খাবার জমিয়ে রাখে না।

ঝড় চলাকালীন যে বিষয়গুলি মেনে চলবেন

১) ঝড় চলাকালীন বাড়ির মেইন সুইচ অফ করে দিন।

২) বৈদ্যুতিক যাবতীয় সামগ্রী সাবধানে রাখুন।

৩) বাড়ির সমস্ত দরজা-জানালা বন্ধ রাখুন।

৪) সরকারী নিষেধাজ্ঞা মেনে চলুন।

৫) ঝড় চলাকালীন বিপদজনক বাড়ির কাছ থেকে সরে দাঁড়ান।

৬) ভেঙে যাওয়া বৈদ্যুতিক বাতির পােষ্ট থেকে দূরে থাকুন।

৭) যতটা সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নিন।

মাঝিদের জন্য সতর্কবার্তা

১) মাঝ সমুদ্রে যাবেন না।

২) অবশ্যই সঙ্গে রেডিও রাখুন।

৩) নৌকা নিয়ে নিরাপদ স্থানে চলে আসুন।

Advertisements