নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্য বিষয়ক দুটি আলাদা আলাদা প্রকল্প রয়েছে। দুটি প্রকল্পই জনকল্যাণমূলক হলেও কেন্দ্র ও রাজ্য সরকারের তহবিলে ভিন্ন নামে পরিচিত এই দুটি প্রকল্প। কেন্দ্র সরকারের প্রকল্পের নাম ‘আয়ুষ্মান ভারত’, অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের নাম ‘স্বাস্থ্য সাথী’। কিন্তু এই দুই প্রকল্পের মধ্যে কোন প্রকল্প বেশি এগিয়ে, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন থাকলেও তৃণমূল কংগ্রেস এবার চার্ট প্রকাশ করে নিজেদের এগিয়ে থাকার দাবি করলো।
তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমন একটি চার্ট প্রকাশের পর যেন এই দুই স্বাস্থ্য বীমার লড়াই আরও জোরদার হলো। এমনকি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প কেন আয়ুষ্মান ভারতের তুলনায় ভালো, কোথায় ভালো সব তুলনা রাজ্যের সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য।
#Healthcare Chart below separates the #Facts from the #HYPE https://t.co/9WFRUR6loe
— Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) November 11, 2019
প্রসঙ্গত দিন কয়েক আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকর প্রশ্ন তুলেছিলেন কেন কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্য সরকার গ্রহণ করছে না। তিনি নাম না করে এও অভিযোগ তুলেছিলেন যে, স্বাস্থ্য সাথী প্রকল্পে নাকি ঠিকঠাক কাজ হচ্ছে না। বলাই বাহুল্য এই চার্ট তৃণমূলের তরফ থেকে তুলে ধরায় সেই সকল প্রশ্নের উত্তর দেওয়া হল।
Have been posting graphics on different parameters #health Here is a new one #5 On maternal and child health, #Bengal ahead of the Rest of India. Happy to use @TwitterIndia for #Facts not bile pic.twitter.com/K3wHGAgjuJ
— Derek O'Brien | ডেরেক ও’ব্রায়েন (@derekobrienmp) November 12, 2019
তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ইতিমধ্যেই এই চার্টটি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে প্রকাশ করেছেন। তৃণমূলের সোশ্যাল মিডিয়াকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে এই চার্টটি ইন্টারনেটের সমস্ত জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য।রাজ্যপালের মন্তব্যের পর রাজ্য সরকারের এহেন চার্ট প্রকাশ এবং তা নিয়ে প্রচার ফের একবার কেন্দ্র-রাজ্য দ্বন্দ্ব পরিস্ফুটিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।