নিজস্ব প্রতিবেদন : ভারতীয়দের কাছে অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলির মধ্যে আধার হলো অন্যতম। কিন্তু এই অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে অজস্র ভারতীয়দের তথ্য রয়েছে ভুলে ভরা। যে ভুল সংশোধনের জন্য সাধারণ গ্রাহকদের এখান থেকে ওখানে ছুটে বেড়াতে হচ্ছে। খুঁজে বেড়াতে হচ্ছে আধার কার্ড সংশোধন কেন্দ্র। কিন্তু এবার আধার সংশোধন কেন্দ্র খুঁজে বেড়ানোর প্রয়োজন নেই। বাড়িতে বসেই কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমেই জানতে পারবেন আপনার নিকটবর্তী আধার সংশোধন কেন্দ্রের ঠিকানা। কিভাবে চলুন দেখে নেওয়া যাক।
ভারতবর্ষজুড়ে বিভিন্ন পোস্ট অফিস, ব্যাঙ্কে বর্তমানে এই আধার সংশোধনের কাজ চলছে। কিন্তু আবার সব ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে এই কাজ হচ্ছে না। কিছু নির্দিষ্ট ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে এই কাজ হয়ে থাকে। সুতরাং সেই সকল ব্যাঙ্ক অথবা পোস্ট অফিস যেখানে আধার সংশোধনের কাজ বা নতুন আধার কার্ড তৈরি করার কাজ হয়ে থাকে সেগুলো খুঁজে পেতে আপনাকে আধারের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা ক্লিক করতে পারেন https://appointments.uidai.gov.in/easearch.aspx লিঙ্কে।
এরপর আপনি সেখানে তিন রকমভাবে আধার কেন্দ্র খোঁজার উপায় পাবেন। যেমন ১) এলাকা ভিত্তিক সার্চ (রাজ্য, জেলা, উপ জেলা, গ্রাম/শহরের বিবরণ দিয়ে)। ২) পিন কোড সার্চ (৬ সংখ্যার পোস্টাল ইনডেক্স নাম্বার দিয়ে)। ৩) সার্চবক্স (এলাকার নাম, পিন নম্বর ইত্যাদি যা খুশি লিখে খোঁজা যাবে)। এই তিনটি অপশনের মধ্যে যেকোনো একটি বেছে নিয়ে প্রয়োজনীয় বিবরণ লিখে ভেরিফিকেশন (ক্যাপচা কোড) দিয়ে সার্চ বাটনে ক্লিক করলেই উপলদ্ধ আধার কেন্দ্র দেখতে পাবেন।
এই সকল কেন্দ্রে আপনি নতুন আধারের নথিভুক্তিকরণ করাতে পারবেন। পারবেন আধারের ভুল সংশোধণ করাতে। যেমন ঠিকানা পরিবর্তন, মোবাইল নম্বর/ ইমেল আইডি আপডেট, আধার সম্পর্কিত বিভিন্ন পরিষেবা।