নিজস্ব প্রতিবেদন : এতদিন পর্যন্ত গ্যাস সিলিন্ডার বুক করা যেত মোবাইল নম্বর থেকে অথবা অনলাইনে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে। এরপরে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে সংযোজন ঘটে পেটিএম আর ফোন পে। আর এবার আরও একটি নতুন সংযোজন ঘটল গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে। গ্যাস সিলিন্ডার বুকিংকে আরও সহজ করে তুলতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ বুকিং। অর্থাৎ এবার গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই বুক করতে পারবেন তাদের গ্যাস সিলিন্ডার।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়াত্ত্ব তৈল বিপণন সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, “আজ থেকে দেশজুড়ে গ্রাহকদের জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং পদ্ধতি আনা হলো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করার পর সহজেই তা পৌঁছে দেওয়া হবে গ্রাহকদের বাড়িতে বাড়িতে।”
হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য যে পদ্ধতি মেনে চলতে হবে
১) হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের গ্যাস সিলিন্ডার বুক করার জন্য আপনাকে মোবাইলে সেভ করে রাখতে হবে ১৮০০২২৪৩৪৪ নম্বরটি।
২) নম্বরটি সেভ করার পর ওই নম্বরে আপনার সংস্থার সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বর থেকে ‘Hi’ পাঠাতে হবে।
৩) পরবর্তী পর্যায়ের সঙ্গে সঙ্গে আপনাকে একটি মেসেজ করা হবে। যেখানে লেখা থাকবে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য ‘১’ অথবা ‘BOOK’ লিখে পাঠাতে।
৪) আর এরপরই আপনাকে সংস্থার তরফ থেকে একটি গ্যাস বুকিংয়ের কনফার্মেশন মেসেজ দেওয়া হবে পাশাপাশি পেমেন্টের জন্যও অপশন দেওয়া হবে।
৫) পেমেন্টের ক্ষেত্রে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই, নেট ব্যাঙ্কিং ইত্যাদি ব্যবহার করা যাবে।
৬) সবকিছু হয়ে যাওয়ার পর আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি আপনার গ্যাস সিলিন্ডার কবে ডেলিভারি পাবেন।
#Bharatgas launches today cylinder booking through WhatsApp for our consumers across the country. Just WhatsApp ‘Hi’ to Bharat Petroleum Smartline number 1800224344 and we shall deliver the cylinder to your doorstep. To know more watch this video @dpradhanbjp @PetroleumMin pic.twitter.com/3fiObsyylm
— Bharat Petroleum (@BPCLimited) May 26, 2020
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ ২৬ শে মে থেকে এই নতুন পদ্ধতিতে গ্যাস বুকিং শুরু করে দিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন। গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে আগের পদ্ধতিগুলি ছাড়াও এই নতুন পদ্ধতি আসার ফলে বহু গ্রাহকই বুকিংয়ের ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ এসেছে বলে মনে করছেন।