নিজস্ব প্রতিবেদন : এপ্রিল মাসের গোড়ার দিকে করোনা সংক্রমণের হার যখন দেশ জুড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছিলো সেই সময়ই কন্টাক্ট ট্রেসিং অ্যাপ ফোনে ইন্সটল করার ও সেটি চালু রাখার নির্দেশ দেন সরকার। ভারত সরকার করোনা মোকাবিলায় আরোগ্য সেতু অ্যাপের কথা বলে। এই অ্যাপ সকলের জন্য বাধ্যতামূলক বলে ঘোষণা করেন সরকার।
করোনা আবহে আরোগ্য সেতু অ্যাপের প্রয়োজনীয়তা কোথায়?
অ্যাপ ব্যবহারকারী যদি কোনো করোনা
সংক্রমিতের সংস্পর্শে আসেন তাহলে মুহূর্তের মধ্যেই অ্যাপ তাকে সেই তথ্য জানিয়ে দেবে। এর ফলে অ্যাপ ব্যবহারকারী সতর্ক হতে পারবেন।
এমনকি সরকার কিছু কিছু ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করাকে বাধ্যতামূলক বলে ঘোষণা করেন। কোন কোন ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করা বাধ্যতামূলক জানেন?
যারা মানুষের পরিষেবার সঙ্গে যুক্ত সেই সকল মানুষদের ফোনে অ্যাপটি ইন্সটল করা বাধ্যতামূলক।
স্বাস্থ্য, নিরাপত্তারক্ষী, পুলিশসহ প্রতিটি সরকারি ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার একদম বাধ্যতামূলক। এর পাশাপাশি খেলার জগতের সকল কর্মচারী ও খেলোয়াড়দেরকেও এই অ্যাপ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছিলো।
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াও তাদের গাইডলাইন মোতাবেক প্রত্যেকটি যাত্রীকে যাত্রাপথে এই অ্যাপটি চালু রাখার কথা বলেছেন। আরোগ্য সেতুর টুইটার হ্যান্ডেলে অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যেখানে স্পষ্ট উল্লেখিত ছিল যে অরেঞ্জ জোন, রেড জোন, গ্রীণ জোন ও কন্টেনমেন্ট জোনের সকল বাসিন্দাদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার নির্দেশ দেওয়া হচ্ছে।
রেল পরিষেবা করার ক্ষেত্রেও ফোনে এই অ্যাপটি ইনস্টল করার কথা বাধ্যতামূলক বলেছিলেন রেলমন্ত্রক। এরপর জোমাটোর মত ডেলিভারি সংস্থাও তার কর্মচারীদের কড়া নির্দেশ দেন এই অ্যাপ চালু করার বিষয়ে। লকডাউনের তৃতীয় ধাপে বেসরকারি সংস্থা সকল কর্মচারীদেরকে আরোগ্য সেতু অ্যাপ তাদের ফোনে ইন্সটল রাখারও সেটি চালু করার নির্দেশ দেন।
ভারতবর্ষে কত জন মানুষ এই অ্যাপ ডাউনলোড করেছেন?
সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারতবর্ষে ২৩ কোটিরও বেশি মানুষ আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেছেন। আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ ডাউনলোড করা যায়।
সম্প্রতি এই অ্যাপে একটি নতুন ফিচার নিয়ে এসেছে কেন্দ্র। নতুন ফিচার অনুযায়ী এবার এই অ্যাপটিকে এমন ভাবে আপডেট করা হয়েছে যার ফলে ব্যবহারকারীরা সরকারি ডেটাবেস থেকে তাদের অ্যাকাউন্ট ডিলিট ও করতে পারবে।
কীভাবে এই ডেটা ও অ্যাকাউন্ট ডিলিট করা সম্ভব?
১) আরোগ্য সেতু অ্যাপের সেটিংসে গেলেই এই ফিচারস মিলবে। সেখানে ডিলিট অপশনে ক্লিক করতে হবে।
২) যে ফোন নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলেছেন সেই ফোন নম্বরটি আপনি প্রথমে সিলেক্ট করুন।
৩) এরপর শর্তসাপেক্ষে ডিলিট অ্যাকাউন্ট অপশন চলে আসবে।
৪) অ্যাপের সাইড মেনুর সেটিংসে চলে যান। সেখানে ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ বলে একটি অপশন পাবেন।
৫) ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’-এ ক্লিক করে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন।
৬) এরপর ডিলিট অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন।
৭) অ্যাকাউন্ট ডিলিট করার আগে অ্যাপটি জানিয়ে দেবে কোন সকল তথ্য সরিয়ে ফেলা হবে। এরপর অ্যাপটি জানাবে যে ইউজারদের স্থায়ীভাবে এই অ্যাপের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এরপর তারা অ্যাপের ডেটা ও অ্যাকাউন্ট ডিলিট করে দেবে।
৮) সরকারের সার্ভার থেকে আগামী ৩০ দিনের পর সকল ডেটা মুছে ফেলা হবে।