সুখবর, শিক্ষক-শিক্ষিকাদের অনলাইনে বদলির শংসাপত্র দেওয়া শুরু করল রাজ্য সরকার

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : স্কুল শিক্ষকদের বদলির প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। কিন্তু প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলেও দীর্ঘদিন ধরে থমকে ছিল বদলি প্রক্রিয়া। এরপর আবার এই প্রক্রিয়ায় আরও জট তৈরি হয় করোনা পরিস্থিতির কারণে। বহু শিক্ষক-শিক্ষিকা বদলি হওয়ার নির্দেশ পেয়েও সরাসরি কমিশনের অফিস থেকে শংসাপত্র সংগ্রহ করতে না পারায় থমকে ছিল প্রক্রিয়া। আর এই সমস্যা থেকে শিক্ষক-শিক্ষিকাদের উদ্ধার করতে এবার স্কুল সার্ভিস কমিশন অনলাইনে শংসাপত্র দেওয়া শুরু করল মঙ্গলবার থেকে।

মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যে সকল শিক্ষক-শিক্ষিকারা বদলির জন্য আবেদন করেছিলেন অথচ তারা সশরীরে কমিশনের অফিসে এসে শংসাপত্র সংগ্রহ করতে পারছিলেন না এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ডাকযোগে তাদের শংসাপত্র পাঠানো সম্ভব হচ্ছিল না সেই সকল শিক্ষক-শিক্ষিকারা এবার অনলাইনে আজ থেকে তাদের শংসাপত্র ডাউনলোড করে নিতে পারবেন। জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত যে সকল শিক্ষক-শিক্ষিকারা বদলির জন্য আবেদন করেছিলেন আপাতত তারা তাদের শংসাপত্র ডাউনলোড করতে পারবেন।

কিভাবে ডাউনলোড করা যাবে বদলির শংসাপত্র?

বদলির শংসাপত্র ডাউনলোড করার জন্য শিক্ষক-শিক্ষিকাদের যেতে হবে স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/ এ। সেখানে বদলি সংক্রান্ত নির্দিষ্ট লিঙ্কে আবেদনকারীকে দিতে হবে ফাইল নম্বর এবং আবেদনকারীর নাম। এখান থেকে দুটি শংসাপত্র ডাউনলোড করে নিতে হবে। একটি শংসাপত্র রাখতে হবে নিজের কাছে এবং অন্যটি দিতে হবে স্কুল কর্তৃপক্ষকে।