নিজস্ব প্রতিবেদন : কনটেনমেন্ট জোন এলাকায় লকডাউন চালিয়েও করোনা সংক্রমণ বৃদ্ধিকে আটকানো যাচ্ছে না। উত্তরোত্তর বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা আর সেই সংখ্যার নিরিখে প্রতিনিয়ত রাজ্যে বাড়ছে কনটেনমেন্ট জোন। ১৫ই জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৮৯ জন। আর বীরভূমে বেড়েছে তিনজন। যে কারণে রাজ্যের কনটেনমেন্ট জোনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বীরভূম বেড়ে চলেছে কনটেনমেন্ট জোনের সংখ্যা।
৯ই জুলাই বীরভূমে কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল মাত্র ৯। ১৪ই জুলাই তা বেড়ে দাঁড়ায় ১৯। জেলার প্রথম কনটেনমেন্ট জোনভুক্ত এলাকা হিসাবে নথিভূক্ত হয় সিউড়ী ১ নম্বর ব্লকের কড়িধ্যা গ্রামের বিবেকানন্দ পল্লী পাড়া। তবে এখানেই শেষ নয়। এরপরেও আবার বাড়তে শুরু করেছে কনটেনমেন্ট জোন। জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের ১৫ই জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্যে মোট কনটেনমেন্ট জোনের ৬৪১, যার মধ্যে বীরভূমে হলো ২২। বীরভূমে নতুন করে কনটেনমেন্ট জোনের খাতায় নাম তুলেছে সাঁইথিয়া ও দুবরাজপুর।
বীরভূমের কনটেনমেন্ট জোনের তালিকা
সাঁইথিয়া পৌরসভার তিনটি এলাকা কনটেনমেন্ট জোন ভুক্ত হয়েছে। এই তিন এলাকায় বেশ কয়েকজন করোনা আক্রান্ত রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। তিনটি এলাকা হলো ওয়ার্ড নম্বর ২, ১১ এবং ৭। ২ নম্বর ওয়ার্ডের ধর্মরাজ তলা, ১১ নম্বর ওয়ার্ডের ইন্দিরাপল্লী এবং ৭ নম্বর ওয়ার্ডের পূর্বপল্লী। দুবরাজপুরে কনটেনমেন্ট জোন ভুক্ত হয়েছে ৩ নম্বর ওয়ার্ডের নায়েক পাড়া। এখানে গত মঙ্গলবার এক যুবকের শরীরে সংক্রমণ ধরা পড়ে।
বীরভূমে সবথেকে বেশি কনটেনমেন্ট জোন রয়েছে রামপুরহাট এলাকায়। যেখানে সংখ্যাটা হলো ১২টি, বোলপুরে রয়েছে ৫টি, সিউড়িতে রয়েছে ১টি, সাঁইথিয়ায় ৩টি এবং দুবরাজপুরে ১টি।