রান্নার গ্যাস কানেকশনের সাথে আধার লিঙ্ক করার পদ্ধতি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারত সরকারের তরফ থেকে বছরে ১২টি রান্নার গ্যাস সিলিন্ডার ভর্তুকি সহ উপভোক্তাদের দেওয়া হচ্ছে। তবে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডার নেওয়ার জন্য অবশ্যই গ্যাস কানেকশনের সাথে অর্থাৎ এলপিজি কানেকশনের সাথে আধার লিঙ্ক থাকতে হয়। কোন উপভোক্তার এই আধার লিঙ্ক না থাকলে তিনি ভর্তুকি পাবেন না। সিলিন্ডার বুক করার পর সেই সিলিন্ডার ডেলিভারি হয়ে গেলে ভর্তুকির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসে। তাই যদি কেউ ভর্তুকি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার গ্যাস কানেকশনের সাথে আধার লিঙ্ক করিয়ে নিন।

Advertisements

Advertisements

গ্যাস কানেকশনের সাথে আধার লিঙ্ক করানোর একাধিক পদ্ধতি রয়েছে।লিঙ্ক করানো যেতে পারে ডিস্ট্রিবিউটরের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে। করা যেতে পারে অনলাইনে, কল সেন্টারে ফোন করে অথবা এসএমএসের মাধ্যমেও। তবে মনে রাখতে হবে এলপিজি কানেকশনের সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। কিন্তু ভর্তুকি পেতে হলে আধার লিঙ্ক বাধ্যতামূলক। চলুন দেখে নেওয়া যাক লিঙ্ক করার সেই সকল পদ্ধতিগুলি।

Advertisements

১) ভারত গ্যাস, এইচপি গ্যাস, ইন্ডেন গ্যাস অথবা অন্য যে কোনো সংস্থার ওয়েবসাইট থেকে ভর্তুকি পাওয়ার আবেদনপত্র ডাউনলোড করে সেই আবেদন পত্র প্রয়োজনীয় নথি ও তথ্য দিয়ে আবেদনপত্র ডিস্ট্রিবিউটরকে জমা দিলে গ্যাস কানেকশনের সাথে আধার লিঙ্ক করা সম্ভব হয় এবং ভর্তুকি সুবিধা পাওয়া যায়। আবেদনপত্র সরাসরি ডিস্ট্রিবিউটরকে জমা না দিয়ে পোস্টের মাধ্যমে সেই আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে লিঙ্ক করা যেতে পারে।

২) কল সেন্টারে যোগাযোগ করেও এলপিজি কানেকশনের সাথে আধার লিঙ্ক করা সম্ভব। এর জন্য নির্দিষ্ট সংস্থার গ্রাহককে তাদের কল সেন্টারে যোগাযোগ করতে হবে এবং সেখান থেকে নির্দেশ করা পদক্ষেপগুলি সঠিকভাবে মেনে চলার মাধ্যমে এই লিঙ্ক করা যেতে পারে। এছাড়াও ইন্টারাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম বা আইভিআর অপশন চালু করেও এলপিজি সাথে আধার লিঙ্ক করা সম্ভব হয়।

৩) এসএমএসের মাধ্যমেও লিঙ্ক করা যেতে পারে। সেক্ষেত্রে আপনার রেজিস্টার মোবাইল নম্বর থেকে আপনার সংস্থার নির্দিষ্ট নিয়ম অনুসারে এসএমএস করতে হবে।

৪) অনলাইনেও এলপিজি কানেকশনের সাথে আধার লিঙ্ক করা যেতে পারে। সেজন্য আপনাকে আঁধারের অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in অথবা পেট্রোলিয়াম মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট http://petroleum.nic.in/dbt/sms.html থেকে নির্দেশিত পদক্ষেপগুলি মেনে চলতে হবে।

Advertisements