অটোর মধ্যেই বেসিন-টিভি-স্যানিটাইজার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দিন আমাদের ব্যবহার্য জিনিসপত্র আধুনিক থেকে অত্যাধুনিক হয়ে যাচ্ছে। তবে তা হলেও সময়ের সাথে তাল মিলিয়ে অটোর এতোখানি আধুনিকীকরণ সত্যিই বিশ্বাস করা যায় না! হ্যাঁ, এযাবৎ অটোর আধুনিকীকরণে অটোর মধ্যে বসলে বড়জোর মিউজিক সিস্টেম, রং-বেরংয়ের লাইটিং অথবা ভগবানের ছবি দেখতে পেতেন। কিন্তু কখনো কি ভেবেও দেখেছেন অটোর মধ্যে আস্ত একটা বেসিন, অটোর সামনের সিটে রাখা হ্যান্ড স্যানিটাইজার! আর অটোর মধ্যে থাকা ওয়াইফাই পরিষেবা!

Advertisements

Advertisements

দেখা তো অনেকদূর কথা, এমন দৃশ্য কেউ কল্পনাই করতে পারেন না। এমনটা কল্পনা না করা গেলেও এবার এমনই ছবি ধরা পরলো। আর অটোর মধ্যে এমন আধুনিকীকরণের সেই ক্যামেরাবন্দি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। মুম্বইয়ের এক অটোচালক তাঁর অটোর মধ্যেই এই সকল আধুনিক পরিষেবা সংযুক্ত করছেন। আর এই ঘটনার পর প্রমাণ হয় যে মানুষ চাইলে কী না পারে?

Advertisements

মুম্বইয়ের ওই অটোচালকের অটোয় উঠলে চমকে যাবেন যে কেউ! সিটের নিচে রয়েছে সবুজ রঙের কার্পেট। পিছনের ডানদিকে ঝুলছে গাছ লাগানো ছোট ছোট টব। পিছনের সিটে ঠিক উল্টো দিকে রয়েছে একটি বেসিন। বেসিনের সাথে রয়েছে আয়না ও হাত ধোয়ার লিকুইড সাবান, তার পাশাপাশি দু’টো ডাস্টবিন। একটি ডাস্টবিন শুকনো, অন্যটিতে ভিজে বর্জ্য ফেলার জন্য।

এখানেই শেষ নয়, এছাড়াও চালকের আসনের পিছনে রাখা রয়েছে একটি হ্যান্ড স্যানিটাইজার। এছাড়া ওই অটোর মধ্যে ওয়াইফাই পরিষেবা, স্মার্টফোন চার্জিং পয়েন্ট, ব্লুটুথ স্পিকার এমনকি মোবাইল কানেক্টেড টিভিও আছে বলে জানা গিয়েছে। গরমকালে যাত্রীদের সমস্যার কথা মাথায় রেখে তাদের জন্য খাবার জল ও ফ্যান অটোতে রাখার ব্যবস্থা করেছেন ওই অটোচালক।

এছাড়াও বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মানুষকে সচেতন করার জন্য BMC-র নানা নির্দেশিকার কথাও  উল্লেখ রয়েছে অটোর গায়ে। একই সাথে করোনা যোদ্ধাদের ধন্যবাদও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। আর এসব দেখার পর হয়তো আপনার পরিষেবা মূল্যের কথা মাথায় আসবে। সেক্ষেত্রে জানিয়ে রাখা ভালো উন্নত চালক প্রবীণ নাগরিকদের এক কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে পরিষেবা দিয়ে থাকেন। আর নবদম্পতিরা একেবারে নিখরচায় সফর করতে পারেন ওই অটোতে। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রারও দৃষ্টি আকর্ষণ করেছে এই অটো এবং অটোচালক।

Advertisements