প্যান্টের ভিতর ঢুকে পড়লো গোখরো, ঘন্টার পর ঘন্টা জীবন-মরণ লড়াই যুবকের

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে সাপ নানান প্রজাতির হয়ে থাকলেও বিষধর সাপ হাতেগোনা কয়েক প্রজাতির রয়েছে। আর এই হাতেগোনা বিষধর সাপগুলির মধ্যে গোখরো বিষধর প্রজাতির। এই গোখরো সাপ দেখলেই আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি, আর এই সাপই যদি প্যান্টের ভিতরে ঢুকে পড়ে তাহলে কি পরিস্থিতি হবে তা তো বুঝতেই পারছেন! ঠিক এমনই ভ’য়ানক পরিস্থিতি হয়েছে এক যুবকের ক্ষেত্রে। রাতে খাওয়া দাওয়ার পর শুয়ে থাকার সময় তার প্যান্টের ভিতরে ঢুকে পড়ে একটি বিষধর গোখরা। আর তার পরেই শুরু হয় ঘন্টার পর ঘন্টা জীবন-মরণ লড়াই। যুবকের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সে যেন অজ্ঞান হয়ে পড়বে। তবে ওই যুবকের ভাগ্য এতটাই ভাল যে বিষধর ওই গোখরো তাকে কামড়ায় নি। প্রাণে বাঁচলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে ওই যুবককে।

Advertisements

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরের সিকন্দরপুর গ্রামে। লাভকেশ কুমার নামে এক যুবকের প্যান্টের ভিতর ঢুকে পড়েছিল আস্ত একটি গোখরো সাপটি। প্যান্টের ভিতরে ঢুকে পড়ার ঘটনা বুঝতে পেরে ওই যুবক সটান ঘুম থেকে উঠে বাইরে দাঁড়িয়ে পড়ে। কোন রকম নড়াচড়া না করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে সে। রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই যুবককে। ওই যুবকের সঙ্গীরাও যুবকের কাছে আসেন সাপটিকে বের করার জন্য। পাশাপাশি খবর পেয়ে গ্রামের বাসিন্দারাও আসেন। কিন্তু কি করে উঠবেন তা কেউ বুঝে উঠতে পারছিলেন না। আর এতকিছুর পরেও ওই সাপটি কামড়ায়নি যুবককে।

Advertisements

জানা গিয়েছে, লাভকেশ নামে ওই যুবক এবং তার সহকর্মীরা ওই গ্রামে বিদ্যুতের পোলের কাজ করতে গিয়েছিলেন। আর ওই গ্রামে রাতে খাওয়া দাওয়ার পর একটি ঘরের মধ্যে তারা শুয়ে পড়েন। আর তখনই এমন ঘটনা ঘটে যায়।

Advertisements

রাতে এমন ঘটনা ঘটে যাওয়ার পর ওই যুবক একটি পিলার ধরে সারারাত দাঁড়িয়ে থাকার পর ঘটনাস্থলে সকালবেলা পৌঁছান এক সাপুড়ে। এরপর ওই সাপুড়ে খুব সাবধানে এবং কায়দা করে প্যান্টের ভেতর থেকে সাপটিকে বের করতে সক্ষম হন। আর এমন ঘটনা মুহূর্তের ক্যামেরাবন্দি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

Advertisements