নিজস্ব প্রতিবেদন : স্টেশন ঢুকেছে সবেমাত্র, ট্রেন তখনও থামেনি, গতিবেগ বেশ ভালই। আর এমত অবস্থায় ট্রেন থেকে প্লাটফর্মে ঝাঁপালেন দুই ব্যক্তি। আর তাতেই বিপত্তি। দুই ব্যক্তির মধ্যে একজন লুটিয়ে পড়ে ট্রেনের ট্র্যাকে পড়ে যাওয়ার উপক্রম। আর ঠিক তখনই এক আরপিএফ জাওয়ান ওই ব্যক্তিকে জাপটে ধরে তার প্রাণ রক্ষা করলেন। আর একটু দেরী হলেই ঘটে যেতে পারতো দুর্ঘটনা, আরপিএফ জওয়ানের তাৎক্ষণিক বুদ্ধির জেরে ওই ব্যক্তি পুনর্জীবন পেলেন।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের কল্যাণ স্টেশনে। গত মঙ্গলবার চলন্ত ট্রেন থেকে নামার সময় এমন ঘটনা ঘটে। আর এই ঘটনার একটি ফুটেজ ভারতীয় রেল দপ্তরের তরফ থেকে টুইট করে সকলকে সতর্ক করা হয়েছে। রেলের তরফ থেকে বলা হয়েছে, “মহারাষ্ট্রের কল্যাণ স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামার সময় মহারাষ্ট্র সিকিউরিটি ফোর্স এবং আরপিএফ জাওয়ানদের সর্তকতা ও বুদ্ধির জোরে এক ব্যক্তির প্রাণ রক্ষা পায়। দয়া করে চলন্ত ট্রেন থেকে নামা অথবা ওঠার মত কাজ করবেন না। এতে জীবনের ঝুঁকি থেকে যায়।”
मध्य रेल के कल्याण स्टेशन पर महाराष्ट्र सिक्योरिटी फोर्स एवं रेलवे सुरक्षा बल के जवानों ने सतर्कता और सूझबूझ से चलती हुई गाड़ी से उतरने का प्रयास करते हुए यात्री की जान बचाई।
कृपया चलती ट्रेन से उतरने चढ़ने का प्रयास नहीं करें यह जानलेवा हो सकता है। pic.twitter.com/ZaKpJVDMoI
— Ministry of Railways (@RailMinIndia) July 30, 2020
একই ঘটনার একটি ভিডিও ফুটেজ সংবাদ সংস্থা এএনআই টুইট করে জানায়, “আরপিএফ জাওয়ান কে সাহু এবং মহারাষ্ট্র সিকিউরিটি ফোর্সের জওয়ান সোমনাথ মহাজন কল্যাণ স্টেশনে ৫২ বছর বয়সী এক ব্যক্তির জীবন বাঁচান চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্ম থেকে রেলের ট্র্যাকের মাঝে পড়ে যাচ্ছিলেন।”
#WATCH On duty Railway Protection Force personnel K Sahu and Maharashtra Security Force personnel Somnath Mahajan at Kalyan railway station saved the life of a 52-year old passenger, who slipped between the platform and track as he de-boarded from a moving a train yesterday. pic.twitter.com/rmd0OuMzEy
— ANI (@ANI) July 29, 2020
তবে এমন ঘটনা এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অথবা চড়তে গিয়ে বহু মানুষকে বিপদের মুখে পড়তে হয়েছে। কারোর প্রাণ গেছে, কেউ আবার পুনর্জন্ম পেয়েছেন। আর এমন ঘটনা নিয়ে রেলের তরফ থেকে বারবার সতর্ক করা হচ্ছে, তা সত্ত্বেও বহু মানুষের হুঁশ ফিরছে না এখনও। হুঁশ ফিরছে তারই জ্বলন্ত উদাহরণ এদিনের এই ঘটনা।