নিজস্ব প্রতিবেদন : জীবনে চলার পথে বিপদ কখনো বলে কয়ে আসে না। তবে এই বিপদ থেকে উপস্থিত বুদ্ধির জেরে বহু ক্ষেত্রেই রক্ষা পাওয়া যায়। ঠিক তেমনই এক পুলিশ কর্মী উপস্থিত বুদ্ধির জেরে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যাওয়ার পর রক্ষা করলেন সকলকে, রক্ষা করলেন দুর্ঘটনার হাত থেকে। উত্তর প্রদেশের একটি বাড়িতে রান্নাঘরে হঠাৎ ছোট গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। আর সে সময় উত্তরপ্রদেশের যোগেন্দ্র রথী নামে এক পুলিশ কর্মী তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে সেই সিলিন্ডারে আগুন নিভিয়ে দেন।
হঠাৎ করে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায় এরকম একটি ভিডিও বেশ কয়েক বছর আগে আমরা দেখেছিলাম সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছিল দমকল বাহিনীর কর্মীরা এবং পুলিশকর্মীরা সাধারণ মানুষকে হাতেনাতে দেখাচ্ছিলেন গ্যাস সিলিন্ডারে হঠাৎ করে আগুন লাগলে কিভাবে তা নেভানো সম্ভব। সেক্ষেত্রে তারা আগুন লাগা গ্যাস সিলিন্ডারে একটি কাপড়কে হালকা ভাবে জলে ভিজিয়ে এমনভাবে গ্যাস সিলিন্ডারের উপর জড়িয়ে দিচ্ছিলেন যাতে করে ওই গ্যাস সিলিন্ডার নিভে যাচ্ছিল। উত্তরপ্রদেশের এই ঘটনার ক্ষেত্রে ওই একই পদ্ধতি অবলম্বন করেছেন ওই পুলিশকর্মী। যার পরেই আগুন নিয়ন্ত্রণে আসে।
A true baptism of fire for Constable Yogendra Rathi of @sambhalpolice !
His indomitable courage saved a priest’s hut from getting engulfed in fire. #AngelsInKhaki ?#UPPolice pic.twitter.com/LRZIS1J3do
— RAHUL SRIVASTAV (@upcoprahul) July 29, 2020
উত্তরপ্রদেশের এক অ্যাডিশনাল এসপি তার টুইটারে সেই ঘটনার মুহূর্তের ভিডিওটি পোস্ট করেছেন। আর সেই ভিডিওতে দেখা গিয়েছে একটি রান্নাঘরের গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যাওয়ার পর ওই পুলিশকর্মী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। আগুন নেভানোর জন্য প্রথমে ওই পুলিশকর্মী একটি লাঠিকে করে সিলিন্ডারটিকে থেকে সঠিক জায়গায় নিয়ে আসেন। এরপর হাতের কাছে থাকা একটি কম্বলকে হালকা জলের মধ্যে চুবিয়ে ওই গ্যাস সিলিন্ডারের এক ঝটকায় জড়িয়ে দেন। তারপরেই নিভে যায় সেই আগুন।
আর এই ঘটনার মুহূর্তকে অন্য কোন এক ব্যক্তি ক্যামেরাবন্দি করেন। আর সেই ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা ওই পুলিশ কর্মীর সাহস এবং উপস্থিত বুদ্ধির তারিফ করেছেন।