নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো হওয়া অফিস

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গে দিনের পর দিন ভারি বৃষ্টিপাত হলেও বেশ কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত কমেছে। বৃষ্টিপাত কমার পাশাপাশি বেড়েছে আদ্রতাজনিত অস্বস্তি। আর এই অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তবে এরই মাঝে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরবঙ্গ বৃষ্টিপাত কমার পাশাপাশি আগামী মঙ্গলবার বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমবে। আর এই বৃষ্টিপাত কমার পাশাপাশি বাড়তে শুরু করবে আদ্রতাজনিত অস্বস্তি। অন্যদিকে রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই রয়েছে মেঘলা আকাশ। মেঘলা আকাশের পাশাপাশি বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি হয়েছে বলে খবর এসেছে। আর যখন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ পারদ চড়ছে তখন এমন মেঘলা আকাশ সেই পারদকে আরও বেশি চড়িয়ে দিয়েছে। অস্বস্তিকর গরমের টেকা দায় হয়ে পড়েছে মানুষের।

Advertisements

তবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই অস্বস্তিকর পরিস্থিতির পরিবর্তন হতে পারে আগামী বুধবার থেকে। এর মূলে রয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ। পশ্চিমবঙ্গ ও ওড়িশা লাগোয়া বঙ্গোপসাগরে আগামী ৪ তারিখ এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্রে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, এই নিম্নচাপের কারণে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে হাওয়া অফিসের তরফ থেকে এটাও পূর্বাভাস দিয়েছে যে, এই নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের তুলনায় ওড়িশায় বৃষ্টিপাত বেশি হতে পারে।

Advertisements