নিজস্ব প্রতিবেদন : সাধারণ ব্যাঙ্ক গ্রাহকদের ধারণা এটাই যে ডেবিট কার্ড বা এটিএম কার্ড কেবলমাত্র টাকা তোলা এবং শপিং করার ক্ষেত্রেই কাজে আসে। কিন্তু এগুলি ছাড়াও বিপদের সময় এই এটিএম কার্ড বা ডেবিট কার্ড অনেক কাজে আসতে পারে। এসকল ধারণা অনেকেরই জানা নেই। চলুন দেখে নেওয়া যাক RuPay কার্ডে গ্রাহকরা কি কি সুবিধা পেতে পারেন।
RuPay কার্ডে রয়েছে বীমার ব্যবস্থা। আর এই বীমার ব্যবস্থা ভারত সরকারের একটি যোজনা। যে যোজনায় ২ লক্ষ টাকা পর্যন্ত বীমা হিসাবে পাওয়ার সুবিধা রয়েছে। RuPay প্রিমিয়াম কার্ড যে সকল গ্রাহকদের থেকে তাকে তারা দু লক্ষ টাকার বিমা পান। আর যাদের RuPay নন-প্রিমিয়াম (ক্লাসিক) কার্ড রয়েছে তারা এক লক্ষ টাকা পর্যন্ত বীমা পান।
এই RuPay কার্ড চালু করা হয়েছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই-এর তরফ থেকে। যে কারণে এই কার্ডে ক্লেম করা থেকে অন্যান্য সমস্ত কিছুর দায়িত্ব থাকে এনপিসিআই-এর। বিদেশে এটিএমে এই কার্ড ব্যবহার করলে ৫% এবং পিওএস-এ ব্যবহার করলে ১০% ছাড় পাওয়া যায়।
তবে এই কার্ডে কিভাবে ২ লক্ষ টাকা পর্যন্ত বীমার সুবিধা পাওয়া যেতে পারে?
এই কার্ড স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, HDFC, ICICI ব্যাঙ্ক সহ অন্যান্য ব্যাঙ্কগুলিও তাদের গ্রাহকদের দিয়ে থাকে। এই কার্ড যাদের কাছে রয়েছে সেই সকল গ্রাহকরা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু অথবা বিকলাঙ্গ হয়ে গেলে RuPay প্রিমিয়াম কার্ড গ্রাহকরা দু লক্ষ টাকা এবং RuPay নন-প্রিমিয়াম (ক্লাসিক) কার্ড গ্রাহকরা ১ লক্ষ-টাকা বীমা স্বরূপ পাবেন। তবে এই বীমা স্বরূপ অর্থ পাওয়ার জন্য গ্রাহকদের বেশ কিছু শর্ত পালন করতে হবে।
শর্তগুলি হল:
১) কার্ড ব্যবহারকারীর বয়স ৫ থেকে ৭০ বছর হতে হবে।
২) RuPay প্রিমিয়াম কার্ড ঘটনার সময় থেকে ৪৫ দিনের মধ্যে একবার ব্যবহার করতে হবে। যেটি ফিনান্সিয়াল হোক অথবা নন ফিনান্সিয়াল। তবে ব্যবহার সফল হতে হবে।
৩) RuPay নন-প্রিমিয়াম (ক্লাসিক) কার্ড ঘটনার সময় থেকে ৯০ দিনের মধ্যে একবার ব্যবহার করতে হবে। যেটি ফিনান্সিয়াল হোক অথবা নন ফিনান্সিয়াল। তবে ব্যবহার সফল হতে হবে।