নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই এই কেন্দ্রীয় মন্ত্রীর প্রচারে শোরগোল শুরু হয়েছিল দেশজুড়ে। তিনি প্রচার এবং দাবি করেছিলেন, “ভাবিজি পাপড় খেলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। বিশেষ উপাদান দিয়ে তৈরি এই পাপড় করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা জোগায়।” এমন প্রচার করতে দেখা গিয়েছিল খোদ কেন্দ্রীয় জলসম্পদ, নদী উন্নয়ন ও গঙ্গা দূষণ দূরীকরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘোয়ালকে। আর যার পরেই বিরোধী রাজনৈতিক দলের নেতারা একের পর এক কটাক্ষ বাণ ছুঁড়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী এবং কেন্দ্র সরকারের শাসনে থাকা রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে।
আর এই মন্ত্রীই বর্তমানে করোনা আক্রান্ত। তিনি নিজেই তার সোশ্যাল মিডিয়ায় একটি বার্তার মাধ্যমে সামনে এনেছেন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি। আপাতত তিনি এমস-এ ভর্তি রয়েছেন। দিন কয়েক ধরেই তার শরীরে করোনা উপসর্গ দেখা যায়। এরপর পরীক্ষা করানোর পর রিপোর্ট আসতেই তিনি করোনা আক্রান্ত জানা যায়।
কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “করোনার শুরুর উপসর্গগুলি শরীরে দেখা দেওয়ায় প্রথমে একবার পরীক্ষা করাই। কিন্তু প্রথমবার রিপোর্ট নেগেটিভ আসে। এরপর দ্বিতীয়বার পরীক্ষা করালে জানা যায় আমি করোনা আক্রান্ত। আমার শারীরিক অবস্থা ঠিক আছে তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এমস-এ ভর্তি হয়েছি। আমার অনুরোধ গত কয়েক দিনে যে সকল ব্যক্তিরা আমার সংস্পর্শে এসেছিলেন তারা যেন তাদের স্বাস্থ্যের খেয়াল রাখেন।”
कोरोना के शुरूआती लक्षण आने पर मैंने टेस्ट करवाया व पहली जाँच नेगेटिव आने के बाद आज दूसरी जाँच पॉजिटिव आई है।
मेरी तबीयत ठीक है परन्तु चिकित्सकीय सलाह पर AIIMS में भर्ती हूँ। मेरा निवेदन है कि जो लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया अपने स्वास्थ्य का ध्यान रखे ।— Arjun Ram Meghwal (@arjunrammeghwal) August 8, 2020
দিন কয়েক আগেই এই কেন্দ্রীয় মন্ত্রী ভাবিজি পাপড় প্রচারের সময় বলেছিলেন, “ভাবিজি পাপড়ের মধ্যে এমন সব উপাদান রয়েছে যা করোনা ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে।” আর এর পরেই কেন্দ্রীয় মন্ত্রীর এই বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পাশাপাশি দেশজুড়ে নানান প্রশ্ন উঠতে থাকে একজন মন্ত্রীর এমন দাবি নিয়ে। প্রশ্ন উঠতে থাকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং কেন্দ্রীয় সরকার বারবার পরামর্শ দিচ্ছে বর্তমান অতিমারির সময় যেন কোন রকম ভুল পদক্ষেপ বা ভুল পরামর্শ মেনে না চলা হয়। সেসময় কিভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রী এভাবে দায়িত্বজ্ঞানহীন পরামর্শ দিতে পারেন!