অমরনাথ দত্ত : দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ শুরু হয়েছে দেশজুড়ে। দেশের পাশাপাশি উদ্বেগ বেড়েছে প্রাক্তন রাষ্ট্রপতি গ্রাম কীর্ণাহারের মিরাটিতেও। ইতিমধ্যেই গ্রামের মানুষেরা রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনায় পূজার্চনা শুরু করেছেন।
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সোমবার বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান। চোট পেয়ে মাথায় রক্ত জমে যাওয়ার কারণে সার্জারির প্রয়োজন হয়। ইতিমধ্যেই জানা যায় তিনি করোনা আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার খবর তিনি নিজেই তাঁর টুইটার হ্যান্ডেলে জানান। পাশাপাশি তিনি জানান, গত কয়েকদিনে তাঁর সান্নিধ্যে যে সকল ব্যক্তিরা এসেছিলেন তারা যেন নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দেন।
এরপর হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাক্তন রাষ্ট্রপতি ব্রেন সার্জারি করার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বর্তমানে তিনি দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল সূত্রে এটাও জানা যায় যে, তার মস্তিষ্কের যে জায়গায় রক্ত জমাট বেঁধে ছিল তা সার্জারি করে বের করে দেওয়া হয়েছে। কিন্তু তার শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হয়ে পড়ায় ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।
২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রাক্তন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। তিনিই একমাত্র বাঙালি হিসেবে দেশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পদ অলংকৃত করে বাঙ্গালীদের গর্বিত করেছেন। আর এই মানুষটির হঠাৎ করে এমন দুর্ঘটনা এবং করোনা আক্রান্ত হওয়ার খবরে গোটা দেশ তার আরোগ্য কামনায় ঝাঁপিয়ে পড়েছেন। তার আরোগ্য কামনায় মঙ্গলবার কীর্ণাহারের যপেশ্বর শিব মন্দিরে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ শুরু হয়েছে। এই যজ্ঞের আয়োজন করেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
মহামৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজনকারী জানান, “আমাদের খুব কাছের এই শ্রদ্ধেয় মানুষটির শারীরিক পরিস্থিতি নিয়ে গতকাল আমরা জ্ঞাত হয়। যে কারণে আজ আমরা তার দ্রুত আরোগ্য কামনায় এই মহা মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করেছি।”