শর্ত মেনে ল্যাপস হওয়া পলিসি পুনরায় চালু করার সুযোগ দিচ্ছে LIC

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জীবন বীমা পলিসির ক্ষেত্রে ভারতীয়দের সবথেকে বিশ্বস্ত এবং সুরক্ষিত জায়গা হল LIC অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন। এমনটাই বছরের পর বছর ধরে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই এলআইসির আওতায় দেশের গরিব থেকে বিত্তশালী মানুষেরা পলিসি করে থাকেন। তবে দেখা যায় অনেক সময় প্রিমিয়াম দিতে না পেরে এই সকল পলিসিগুলি ল্যাপস হয়ে যায়। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে লকডাউন আর করোনার প্রকোপে এমন সমস্যায় পড়েছেন বহু অজস্র মানুষ। এবার সেই সকল মানুষদের সামনে তাদের ল্যাপস হয়ে যাওয়া পলিসিগুলি পুনরায় চালু করার এক সুবর্ণ সুযোগ এনে দিয়েছে এলআইসি। তবে এক্ষেত্রে সংস্থার তরফ থেকে কয়েকটি শর্ত রাখা হয়েছে।

Advertisements

Advertisements

এলআইসি তরফ থেকে জানানো হয়েছে, ১০ ই আগস্ট থেকে ল্যাপস হয়ে যাওয়া পলিসি নতুন করে চালু করার ব্যবস্থা চালু হয়েছে। আর এই কর্মসূচি চলবে আগামী অক্টোবর মাসের ৯ তারিখ পর্যন্ত। আর এই সময়কালে এলআইসির যে সমস্ত গ্রাহকদের পলিসি ল্যাপস হয়ে গেছে তারা তাদের ল্যাপস হয়ে যাওয়া পলিসিগুলি পুনর্জীবিত করতে পারবেন।

Advertisements

পলিসি পুনর্জীবিত করার ক্ষেত্রে এলআইসির তরফ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের তাদের ল্যাপস হয়ে যাওয়া পলিসিগুলি পুনর্জীবিত করার জন্য দিতে হবে লেট ফি। তবে এক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত কোন বিষয়ে ছাড় দেওয়া হবে না। এছাড়াও পলিসি পুনর্জীবিত করার ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ পলিসিগুলিকে বাদ দেওয়া হবে।

পলিসি পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আরও একটি শর্ত রাখা হয়েছে যেটি হল প্রিমিয়াম বাকির ক্ষেত্রে দেখা হবে কতগুলি প্রিমিয়াম বাকি রয়েছে। সে ক্ষেত্রে যদি দেখা যায় পাঁচটি প্রিমিয়াম সময়সীমা বাকি রয়েছে সে ক্ষেত্রে পলিসিগুলিকে পুনরুজ্জীবিত করা যাবে।

এই সকল শর্তগুলি ছাড়াও এলআইসি তরফ থেকে লেট ফী জমা দেওয়ার ক্ষেত্রে ছাড়ও দেওয়া হচ্ছে। গ্রাহকরা তাদের পলিসি পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে লেট ফি দেওয়ার সময় ২০% ছাড় পাবেন। আবার এই ছাড় এক থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত ২৫% দেওয়া হবে।

তবে এক্ষেত্রে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে সেই সকল পলিসিগুলিই পুনর্জীবিত হবে যে গুলি এখনো পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ হয়নি।

Advertisements