জলপ্রপাতের অদ্ভুত ঘটনা, উল্টো দিকে বইছে জল

Sangita Chowdhury

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রকৃতি এত সুন্দর ভাবে আমাদের জন্য সেজে ওঠে যে মাঝে মাঝে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে হয়। প্রকৃতির মত সুন্দর আর কিছুই নেই! এত বৈচিত্র্য প্রকৃতির মধ্যে যে দেখলে চোখ জুড়িয়ে যায়। অথচ এই প্রকৃতিকেই আমরা প্রতি মুহূর্তে দূষণ করি। ভুলেই যাই যে আমাদের মন খারাপের মুহূর্তগুলিই প্রকৃতির সৌন্দর্যের দিকে তাকালেই আমাদের মন নিমেষে ভালো হয়ে যায়।

Advertisements

নিয়ম আর নিয়মের ব্যতিক্রম এই দুটোই প্রকৃতির অংশ‌। প্রকৃতির যা গতানুগতিক নিয়ম অনেক সময় তার ব্যাতিক্রম ও চোখে পড়ে। আর এই ব্যতিক্রমগুলিই আমাদের দৃষ্টি আকর্ষণ করে অনেক বেশি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অদ্ভুত ঘটনা ঘটেছে। বলা‌ যায় প্রকৃতির এক অন্যরূপ ধরা দিয়েছে চোখের সামনে।

Advertisements

সচরাচর আমরা দেখি জলপ্রপাতের জল উপর থেকে নীচে আচড়ে পড়ে। কিন্তু সিডনির রয়াল ন্যাশনাল পার্কের জলপ্রপাতের ক্ষেত্রে এদিন ভিন্ন ঘটনা ঘটলো। জল নিচে নামার পরিবর্তে নীচ থেকে উপরে উঠে যাচ্ছে! সত্যি মনোমুগ্ধকর বিস্ময়কর দৃশ্য এটি।

Advertisements

কিন্তু কেন হলো এমন টা? না এটি কোনো অলৌকিক ঘটনা নয়। এই ঘটনার পিছনেও একটি যুক্তিসম্মত কারণ আছে। জাতীয় উদ্যানের ফেসবুক পেজ থেকে এই ঘটনার ভিডিও যখন শেয়ার করা হয় তখনই এর কারণটাও বলে দেওয়া হয়।

মূলত দুটি কারণে এই ঘটনাটি ঘটেছে। খারাপ আবহাওয়া ও প্রবল হাওয়ার তোড়েই এই ঘটনা সম্ভবপর হয়েছে। জাতীয় উদ্যানের পার্শ্ববর্তী এলাকায় সেদিন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। আর এই কারনেই জলপ্রপাতের জল উপরে উঠে যায়।

এই প্রসঙ্গে আবহাওয়ার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, “এই রকম ঘটনা তখনই ঘটে যখন সমুদ্র থেকে আসা বিপুল বেগের বাতাস সরাসরি ধাক্কা মারে জলপ্রপাতে। সেই বাতাসের বেগই জলকে নিচের দিকে নামতে বাধা দেয়। পরিবর্তে সেটা উপরে উঠে যায়।” এদিন জাতীয় উদ্যানে ঠিক এই ঘটনা ঘটেছিল। ভিডিওটি সামনে আসার পর নাগরিকরা মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থেকেছেন। সত্যি প্রকৃতির নিয়ম আর নিয়মের ব্যতিক্রম, দুটোই অবাক করার মত! এই প্রকৃতির মধ্যে যে কত শত রহস্য লুকিয়ে আছে! মানব সভ্যতার লক্ষ বছর পেরোলেও প্রকৃতিকে পুরোপুরিভাবে জানা সম্ভব হবে না।আর ঠিক এই কারণেই আগেকার দিনের শাস্ত্র কার থেকে কবিরা প্রকৃতিকে রহস্যময়ী বলে বর্ণনা করে গিয়েছিলেন। প্রকৃতি যে কতখানি রহস্যময়ী এই ভিডিওটি নিঃসন্দেহে তার একটি বড় প্রমাণ।

Advertisements