নিজস্ব প্রতিবেদন : দেশ স্বাধীন হওয়ার পর থেকে এবছর প্রথম এমন কাটছাঁট করে দিনটি পালন করা হলো। এর মূলে করোনা ভাইরাসের প্রকোপ। যে ভাইরাসের প্রকোপে স্বাধীনভাবে স্বাধীনতা দিবস পালনের সুযোগটুকু পায়নি ভারতীয়রা। সামাজিক দূরত্ব মেনে, মুখে মাস্ক পরে দিনটিকে পালন করতে হচ্ছে। তবে এসকল আশাহত হওয়ার মাঝে এমন একটি ভিডিও সামনে এসেছে যা মুহূর্তে আপনাকে গর্বিত করবে। ভিডিওটি এসেছে জম্মু-কাশ্মীরের প্রায় ১৩০০০ ফুট উঁচু পর্বত শৃঙ্গ থেকে।
Waddey নামে একটি সংবাদ সংস্থা এই ভিডিওটি তাদের সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন। যে ভিডিওতে দেখা যাচ্ছে যে আমাদের গর্বের ভারতীয় সেনারা জম্মু-কাশ্মীরের প্রায় ১৩০০০ ফুট পর্বত শৃঙ্গে সাদা বরফের ঢাকা অংশে জাতীয় পতাকা উত্তোলন করছেন। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি জাতীয় সঙ্গীত। আর এই দুইয়ের মেলবন্ধনের অপরূপ দৃশ্য ড্রোনের মাধ্যমে ক্যামেরাবন্দি করা হয়েছে। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে ১৫ ই আগস্ট এমন দৃশ্য ফুটে উঠেছে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজের বরফে ঢাকা পাহাড়ে।
Watch: Indian Soldiers Raise The Flag In J&K's Gurez. Cue Goosebumps@ndtv
pic.twitter.com/0ysI5Wg1ha— waddey (ވައްޑެ) ? (@WaddeyAli) August 15, 2020
সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন ভারতীয় সেনারা এই পতাকা উত্তোলন করেন নিয়ন্ত্রণ রেখায় প্রায় সাড়ে ১২ হাজার ফুট থেকে ১৩ হাজার ফুট উচ্চতায়।