নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজন ভারতে মদের ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে অনুমতি পায়। আর এর পরেই তারা ব্যাঙ্গালুরুতে শুরু করে দিয়েছে মদের হোম ডেলিভারি। আর এবার একইভাবে ভারতের মদের হোম ডেলিভারি দেবে ফ্লিপকার্ট বলে জানা গিয়েছে সূত্র মারফত। ফ্লিপকার্ট তার একটি পার্টনারশিপ স্টার্টআপ সংস্থার মাধ্যমে এই পরিষেবা প্রদান করবে দেশের দুটি শহরের বলে জানা গিয়েছে।
মদ বিক্রির নিরিখে ভারতের বাজার ২৭.২ বিলিয়ন ডলারের সমতুল্য। এমনটাই জানা গিয়েছে ইন্টারন্যাশনাল ওয়াইনস এবং স্পিরিটস রেকর্ডের রিপোর্ট অনুযায়ী। যে কারণে এই বাজার ধরতে অ্যামাজন সহ বিদেশি বহু সংস্থা আগ্রহী। আর সেই মত তারা মদের হোম ডেলিভারি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন রাখে। সর্বভারতীয় এক সংবাদপত্রের খবর অনুযায়ী ফ্লিপকার্ট পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে তাদের এই মদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবসা শুরু করবে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশাকে বেছে নেওয়ার কারণ হিসাবে রয়েছে এই দুই রাজ্যের জনসংখ্যা। পশ্চিমবঙ্গের জনসংখ্যা ৯ কোটির বেশি আর ওড়িশার জনসংখ্যা ৪.১ কোটি।
এই দুই রাজ্যের সরকারের তরফ থেকে বলা হয়েছে, মদের হোম ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে হিপবারের সাথে টেকনোলজি সার্ভিস প্রোভাইডার হিসেবে যুক্ত হতে পারে ফ্লিপকার্ট। ফ্লিপকার্টের গ্রাহকরা এই প্লাটফর্মেই তাদের প্রিয় মদের অর্ডার অনলাইনে দিতে পারবেন। তার হিপবার তা স্থানীয় রিটেল কাউন্টার থেকে সংগ্রহ করে পৌঁছে দেবে গ্রাহকদের কাছে। ইতিমধ্যেই এই হিপবার মোবাইল অ্যাপ্লিকেশনে কলকাতা, কটক এবং ভুবনেশ্বরে তাদের পরিষেবা দেওয়ার কথা উল্লেখ করেছে।
প্রসঙ্গত, দেশে লকডাউন চলাকালীন Zomato ও Swiggy-র মতো সংস্থা মদের হোম ডেলিভারি শুরু করে দিয়েছে। লকডাউন চলাকালীন দেশে বন্ধ ছিল সমস্ত রকম মদের দোকান। আর তারপর মদের দোকান খোলার ছাড়পত্র দেওয়াতেই দেখা যায় অন্য ছবি। সূরা প্রেমীদের কয়েক কিলোমিটার লাইনে দাঁড়িয়ে রিটেল শপ থেকে মদ সংগ্রহ করতে দেখা গিয়েছিল। তবে এবার লাইনে দাঁড়িয়ে মদ কেনা দূর করতে একের পর এক সংস্থা অনলাইনে মদের হোম ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে। আর এই সকল পদক্ষেপ সূরা প্রেমীদের কাছে সুখবর বলাই বাহুল্য।