নিজস্ব প্রতিবেদন : আমাদের পূর্বপুরুষরা এক সময় যেসকল কথা বলতেন সেগুলো যে তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার মতো নয় তা বেশ টের পাওয়া যাচ্ছে। যেমন আমাদের শাস্ত্রে সব সময় বলা হয় হ্যান্ডশেক নয় হাতজোড় করে আহ্বান করার কথা। আজ এই করোনার আবহে আমরা বুঝতে পারছি হাতজোড় করে মানুষকে আহ্বান করলে নিজেকেই বিভিন্ন রকম ভাইরাস থেকে সুরক্ষিত করা যায়।
ঠিক সেইরকম হবে দু মুখো সাপের কথা আমরা অনেক শুনেছি কিন্তু সেই সাপও যে হয় বাস্তবে দেখা গেছে। ঠিক সেইরকম ভাবে বহুবার আমরা একটি কথা শুনেছি ছোটবেলা থেকেই তা হল ‘বিনা মেঘে বজ্রপাত’। এটি একটি প্রবাদ বাক্য রূপে পরিচিত। এর অর্থ হলো কোনরকম আভাস না থাকা সত্ত্বেও আচমকাই মাথার উপর বিপদ নেমে আসা। কিন্তু এই কথাটি শুধুমাত্র একটি প্রবাদ প্রবচন নয়, এটি বাস্তবেও যে ঘটে তার প্রমাণও এবার হাতেনাতে মিলল।
সম্প্রতি আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত টাম্পা শহরে বিনা মেঘে বজ্রপাত ঘটেছে। গত ১২ই আগস্ট জোনাথান মুর নামের একজন ব্যক্তি নিজের গাড়ি করে টাম্পা শহরে ঘুরছিলেন।তখন তিনি আচমকাই মেঘ ছাড়াই আকাশে বিদ্যুৎ চমকাতে দেখেন। তখন তিনি ক্যামেরা বের করে পুরো দৃশ্যটির ভিডিও তোলেন।
ভিডিওর মধ্যে দেখা যায় তার গাড়ি থেকে ৭৫ ফুট দূরে থাকা একটি পাম গাছের মাথায় হঠাৎ বজ্রপাত হয়। এর ফলে গাছটির একটি পাতাও খসে পড়ে। ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এরকম একটি অভূতপূর্ব দৃশ্য দেখে সব মানুষই অবাক হয়ে গেছেন। আর এরকম ঘটনা দেখে অবাক হওয়ারই কথা।যা চিরকাল আমরা বইয়ের পাতায় পড়েছি তা চোখের সামনে চাক্ষুষ ঘটতে দেখলে মানুষকে অবাক হতে হয় বৈকি! ভাইরাল হওয়া ভিডিওটি তা প্রমাণ করে।