নিজস্ব প্রতিবেদন : ১৯৮৩ সালে মাসুম ছবিতে গীতিকার গুলজার এবং সুরকার আর ডি বর্মনের ‘তুঝসে নারাজ নেহি জিন্দেগি’ কালজয়ী গানটি গেয়ে লতা মঙ্গেশকর এবং অনুপ ঘোষাল আলাদা সাড়া ফেলে দিয়েছিলেন। আর এই গানের জন্য ১৯৮৪ সালে বেস্ট ফিল্ম ফেয়ারে বেস্ট গীতিকার এবং বেস্ট সাউন্ড ট্রাকারের সম্মানে সম্মানিত হয়েছিলেন গুলজার এবং আর ডি বর্মন। এই গানটির বয়স চার দশকের কাছাকাছি হতে চললেও এখনো মানুষের মুখে মুখে ফুটে উঠে এই গানটি। আর এই গানটিকে এবার খালি গলায় গাইতে দেখা গেল সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালকে।
একজন সঙ্গীত শিল্পী হিসাবে শ্রেয়া ঘোষালের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। অনবদ্য গানের গলায় তিনি দেশের কোটি কোটি মানুষের মন জয় করেছেন। তবে তার সঙ্গীত শিল্পীর পরিচয় ছাড়াও বর্তমান লকডাউন চলাকালীন সামাজিক দিক দিয়েও তাকে যথেষ্ট সচেষ্ট হতে দেখা গিয়েছে। করোনা ভাইরাসের প্রকোপে দেশজুড়ে লকডাউন চলাকালীন দেশের পাশে দাঁড়াতে তিনি সোশ্যাল প্লাটফর্মে গান গেয়ে অর্থ সংগ্রহে নেমে পড়েন।
৩ মাস আগে শ্রেয়া ঘোষাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যে ভিডিওতে তিনি দেশের মানুষকে করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য একজোট হওয়ার আহ্বান জানান। আর এই ভিডিওতেই তিনি খালি গলায় মাসুম ছবির ‘তুঝসে নারাজ নেহি জিন্দেগি’ গানটি গেয়েছিলেন। আর খালি গলায় বিখ্যাত এই গায়িকার কন্ঠে এমন কালজয়ী গান লক্ষ লক্ষ মানুষের মন জয় করে ফেলে।
ভিডিওটি ৩ মাস আগে আপলোড করা হলেও সম্প্রতি সেই ভিডিওটি নতুন করে আবার ভাইরাল হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে। আর এই গান শুনে স্বভাবতই প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। শ্রেয়া ঘোষাল সম্প্রতি আরও একটি গান ইউটিউব চ্যানেলে রিলিজ করেছেন। যে গানটি হল ‘আপনি মাটি’। এই গানটি ইতিমধ্যে শ্রোতাদের মন জয় করেছে। পাশাপাশি একজন বিখ্যাত গায়িকা ছাড়াও শ্রেয়া ঘোষালের মানবিক রূপে মুগ্ধ সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা।