মাছ ধরতে পাখিও টোপ দেয়, চালাকির ভিডিও দেখে অবাক নেট নাগরিকরা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ছিপের সাহায্যে মাছ ধরার সময় টোপ ফেলতে দেখা যায়। তবে সেটা করেন কারা, করেন বিশ্বের সবথেকে বুদ্ধিমান প্রাণী মানুষেরা। কিন্তু মাছ ধরার জন্য একই রকম পদ্ধতি বেছে নেবে একটি পাখি, এটা কি কখনো ভাবা যায়! ভাববেন না যতক্ষণ ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলেই আপনার ভ্রান্ত ধারণা উড়ে যাবে। আর একটি পাখি মাছ ধরার জন্য কিভাবে জলে টোপ ফেলছে সেই ভিডিও দেখে নেট নাগরিকরাও হতবাক। পাশাপাশি তারা ওই পাখির চালাকি দেখে প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন।

Advertisements

সম্প্রতি মাছ ধরার জন্য পাখির এই চালাকির ভিডিওটি Sci-Nature Hub নামে একটি প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে একটি পাখি জলের ধারে বসে জলের মধ্যে মাছের সামনে আকর্ষণীয় সাদা রঙের একটি বস্তুকে (হতে পারে খাবার) ফেলে দিচ্ছে। আর ওই বস্তুটিকে দেখে মাছেরা খাওয়ার জন্য এগিয়ে আসছে। সাদা ওই বস্তুকে দেখে সব ধরনের মাছ এগিয়ে আসছে। কিন্তু যখনই বড় মাছ চলে আসছে তখনই পাখিটি চালাকি করে টোপ তুলে নিচ্ছে। আর ছোট মাছ এলেই আর বলতে বৈকি। আসলে এই পাখিটি বড়ই বুদ্ধিমান। কারণ সে জানে বড় মাছের দিকে তাকিয়ে তার লাভ হবে না। সে কারণেই ছোট মাছ এলেই চট করে তুলে নিচ্ছে জল থেকে।

Advertisements

Advertisements

পাখিটির এমন চালাকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই লক্ষ লক্ষ বার ভিডিওটি দেখেছেন সোশ্যাল নাগরিকরা। পাশাপাশি এমন ভিডিও দেখে তারা মন্তব্যও করেছেন।

Advertisements