শর্তসাপেক্ষে ফের সর্বসাধারণের জন্য খুলছে তারা মায়ের দরজা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে তারাপীঠের তারা মায়ের মন্দিরে ভক্তদের আগমনে নিষেধাজ্ঞা জারি হয়। সংক্রমণের কথা মাথায় রেখে তারাপীঠ মন্দির কমিটি দীর্ঘ ৯৩ দিন ভক্তদের জন্য বন্ধ রাখে তারাপীঠের তারা মায়ের মন্দির। এরপর রথযাত্রার দিন সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দির। তবে স্বাস্থ্যবিধি মেনে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়। কিন্তু পরবর্তীকালে রাজ্যজুড়ে সংক্রমণ বাড়তে থাকায় আবার তারাপীঠ মন্দির কমিটির সিদ্ধান্ত নেয় মন্দির বন্ধ রাখার। আর সেই সিদ্ধান্তের পর শনিবার তারাপীঠ মন্দির কমিটির একটি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হলো আগামী সোমবার অর্থাৎ ২৪ শে আগস্ট থেকে পুনরায় খুলে দেওয়া হবে তারাপীঠ মন্দির।

Advertisements

৯৩ দিন মন্দির বন্ধ থাকার পর সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে আগস্ট মাসের প্রথম দিন থেকে পুনরায় সর্বসাধারণের জন্য মন্দির বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয় ধাপে মন্দির বন্ধ থাকার ২৪ দিন পর আবার আগামী সোমবার থেকে সকলের জন্য মন্দিরের দরজা খুলে যাচ্ছে। তবে মন্দিরের দরজা খোলা হলেও মন্দিরে আগত পুণ্যার্থীদের মেনে চলতে হবে বর্তমান কোভিড নিয়মাবলী। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে ভক্তদের তিনটি মূল গেটের সামনে বসানো স্যানিটাইজ ট্যানেল পার করে মন্দির প্রাঙ্গণে ঢুকতে হবে। পাশাপাশি সকলকে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়াও দর্শনার্থীদের শরীরের তাপমাত্রা মাপার পর এই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

Advertisements

Advertisements

নতুন করে মন্দির খোলার সিদ্ধান্তের বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় বন্দ্যোপাধ্যায় জানান, “তারাপীঠ পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। যে কারণে এখানকার অন্যান্য সকল ব্যবসায়ীদের কথা মাথায় রেখে আজ যে মিটিং হয়েছে সেই মিটিং-এ সর্বসম্মতভাবে তারাপীঠ মন্দির পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির খুলে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধির দিকে নজর দেওয়া হচ্ছে। এছাড়াও আমাদের এই এলাকায় সংক্রমণ বেড়ে চলার কারণে মন্দির বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সংক্রমণ এখন অনেকটা কমেছে। যে কারণে সর্বদিক বিচার বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হলো।”

Advertisements