পুজোর গান গেয়ে ফের ভাইরাল ৬ বছরের যমজ বোন তানি-মুনি

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশজুড়ে করোনা সংক্রমণ চললেও বাঙালির মন পড়ে রয়েছে দুর্গোৎসবের দিকে। কারণ বাঙ্গালীদের এই শ্রেষ্ঠ পূজাকে ঘিরে প্রতিবছর ঝুপড়ি থেকে প্রাসাদে বসবাসকারীরা নানান স্বপ্ন দেখে থাকেন। যদিও এবছর সেই স্বপ্ন কতটা সফল হবে তা সন্দেহের মধ্যেই রয়েছে। কিন্তু তা সত্বেও আশা ছাড়ছেন না কেউই। অন্যদিকে আবার প্রকৃতিও ধীরে ধীরে সাজতে শুরু করেছে। দিকে দিকে ফুটে উঠছে কাশফুল, মেঘ কাটলেই শরতের আকাশ সকলকে আহ্বান জানাবে তা অনস্বীকার্য।

Advertisements

Advertisements

আর এই পুজো আসছে আসছে এই আনন্দে যখন বাঙালিরা মেতে উঠেছেন ঠিক তখনই ৬ বছরের যমজ বোন তানি আর মুনি পুজোর একটি গান গেয়ে আবার ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। তানি আর মুনি এবার ঝড় ঝড় করে গিয়ে ফেললো ‘আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে’। নাচের সাথে তারা এবার এই গান গেয়ে সত্যিই যেনো পুজো পুজো রব তুলে দিল আকাশে বাতাসে। করোনা আবহে চলতি বছর পুজোয় মানুষের স্বপ্ন কতটা পূরণ হবে তা অনিশ্চিত হলেও এই খুদেদের গানে মুখরিত হয়েছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা।

Advertisements

তানি আর মুনি, এই দুই যমজ বোনের নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। এর আগেও এই দুই বোন এই অল্প বয়সে একের পর এক গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। বলিউড থেকে টলিউড, রবীন্দ্র সংগীত থেকে আধুনিক গান সবই তাদের গলায় আলাদা আঙ্গিকে ধরা পড়েছে তা আমরা এর আগেও দেখেছি। আর তাদের এই গান দেখে অনেকের মধ্যেই প্রশ্ন উঠতে দেখা যায় কিভাবে এই অল্প বয়সে গানের জগতকে এতটা রপ্ত করে ফেলল তারা? আসলে এই রপ্ত করে ফেলার পিছনে রয়েছে তাদের বাবা ও মায়ের অনুপ্রেরণা, ভালোবাসা, এগিয়ে যাওয়ার সাহস সঞ্চার। সম্প্রতি আমরা এই দুই খুদেকে আগস্ট মাসে ‘আকাশ ৮’ চ্যানেলেও দেখেছি। সেখানেও তারা মন জয় করেছিল অনুষ্ঠান পরিচালক থেকে অন্যান্যদের।

https://www.facebook.com/wonderTwinsTanimuni/videos/613034352932839/

এই যমজ দুই বোন থাকে মধ্যমগ্রামে দোলতলার সৃজন মিডল্যান্ড আবাসনে। তানি আর মুনি নামে তারা সব জায়গায় জনপ্রিয় হয়ে উঠলেও তাদের ভাল নাম হল যথাক্রমে সৃষ্টি ও শ্রেয়া দত্ত। তাদের দুজনের জন্মের ব্যবধান মাত্র কয়েক মিনিট। তাদের এই এগিয়ে চলার পথে অনুপ্রেরণা হলেন বাবা দেবাশীষ দত্ত এবং মা তৃপ্তি। বাবা দেবাশীষ দত্ত নিজে একজন সংগীতশিল্পী, তবে মাও কম যান না। যে কারণে বাবা যখন কর্মসূত্রে ব্যাঙ্গালোরের বাসিন্দা ঠিক সে সময় মায়ের আঁচল ধরে তারা এই গানের জগতে পা রাখেন। অবশ্য সে ক্ষেত্রে বাবার নিজের গলায় গাওয়া হিন্দি গান ‘প্যায়ার মাঙ্গা হ্যা তুমহি সে’ অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তানি আর মুনি বর্তমানে বারাসাত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের প্রথম শ্রেণীর পড়ুয়া। তবে তারা এই বয়সে যেভাবে আলোড়ন ফেলেছে গানের জগতে তাতে সোশ্যাল নাগরিকরা বুকভরা ভালোবাসা ও আশীর্বাদে তাদের ভরিয়ে দিচ্ছেন আগামী দিনে এগিয়ে চলার জন্য।

Advertisements