নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাসের প্রকোপে চলতি বছর বদলে গেছে সমস্ত কিছু। সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষাপটে অজস্র বদলের পাশাপাশি জীবনের গতি মন্থর হয়েছে। তবে গতি মন্থর হলেও থেমে থাকেনি কোন কিছুই। যে কারণে এই করোনা আবহে কিভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা যায় তা নিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে একটি নির্দেশিকায় বিধি নিষেধের কথা উল্লেখ করা হয়েছে। তবে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটার তালিকায় নাম ওঠানো এবং ভোটার তালিকায় ভুল সংশোধন সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে।
রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আগামী ১৬ ই নভেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। প্রতিবার এই কাজ শুরু হয় সেপ্টেম্বর মাসে। কিন্তু চলতি বছর করোনা প্রকোপের কারণে প্রায় দু’মাস পিছিয়ে গেল এই সংযোজন এবং সংশোধনী কাজ। অন্যদিকে আগামী বছর রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। আর এমত অবস্থায় ভোটার তালিকায় নাম তোলা অথবা সংশোধনের কাজ শুরু হওয়া মানেই ভোটের বাদ্যি বেজে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে ১৬ই নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নাম সংযোজন বিয়োজন এবং সংশোধনের কাজ ক্যাম্পের মাধ্যমে করা হবে। যাদের বয়স ২০২১ সালের ২লা জানুয়ারি ১৮ বছর হয়ে যাচ্ছে তারা ৬ নম্বর ফর্ম ফিলাপ করে নিজেদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করতে পারবেন। কারণ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অর্থাৎ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ৭ নম্বর ফর্ম ফিলাপ করতে হবে। তবে কারোর নাম বাদ দেওয়ার আগে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে বলা হয়েছে কমিশনের তরফ থেকে। আর অন্যদিকে ভোটার তালিকায় থাকা কোন ভুলের সংশোধন করার জন্য ৮ নম্বর ফর্ম ফিলাপ করার কথা বলা হয়েছে।