Paytm গ্রাহকদের জন্য সুখবর, আধার অ্যানাবেল পেমেন্ট সিস্টেম চালু করলো সংস্থা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম এবং জনপ্রিয় ওয়ালেট সংস্থা Paytm তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো নতুন একটি পরিষেবা। যে পরিষেবার মাধ্যমে গ্রাহকরা এবার আধার নম্বরের ভিত্তিতে দেশের যেকোনো ব্যাঙ্ক থেকে টাকা লেনদেন এবং অন্যান্য পরিষেবা বহন করতে পারবেন।

Advertisements

Advertisements

সদ্য পেটিএম-এর তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য আনা এই পরিষেবাকে বলা হয় আধার অ্যানাবেল পেমেন্ট সিস্টেম বা AEPS। আর এই পরিষেবা চালু হওয়ার দরুন এখন থেকে বর্তমান পেটিএম ব্যবহারকারীরা তাদের আধার নম্বরের মাধ্যমে দেশের যে কোন ব্যাঙ্ক থেকে নিজেদের প্রয়োজনমতো নগদ টাকা তুলতে পারবেন। নগদ টাকা তোলার পাশাপাশি পেটিএম ব্যবহারকারীরা আধার নম্বরের ভিত্তিতে নিজেদের অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স জানতে পারবেন এবং মিনি স্টেটমেন্ট সংগ্রহ করতে পারবেন।

Advertisements

তবে এই পরিষেবার মাধ্যমে নগদ টাকা তোলা ব্যালেন্স এনকোয়ারি এবং মিনি স্টেটমেন্ট পাওয়ার মতো পরিষেবা পেলেও এখনো পর্যন্ত নগদ টাকা জমা দেওয়া এবং ইন্টার ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার করার সুবিধা দেওয়া হয়নি। তবে সংস্থা সূত্রে জানা গিয়েছে এই দুটি পরিষেবাও খুব শীঘ্র
সংযুক্ত করে দেওয়া হবে।

কিভাবে আধার নম্বরের মাধ্যমে পেটিএম গ্রাহকরা লেনদেন করতে পারবেন?

আধার অ্যানাবেল পেমেন্ট সিস্টেম বা AEPS ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI দ্বারা পরিচালিত। এই পদ্ধতিতে লেনদেনের জন্য প্রথমে গ্রাহককে নিজের অ্যাকাউন্ট নম্বর বলতে হবে। তারপর আধার নম্বরের ভিত্তিতে নিজের ফিঙ্গারপ্রিন্ট অথবা আইরিশ-স্ক্যানের মাধ্যমে ভেরিফাই করাতে হবে। আর এর পরেই লেনদেন সম্ভবপর হবে।

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই নতুন পরিষেবার মাধ্যমে গ্রাহকরা এক একটি ট্রানজেকশনের মাধ্যমে সর্বোচ্চ ১০ হাজার টাকা তুলতে পারবেন। আর মাসে সর্বোচ্চ ১০ টি ট্রানজেকশন করার অনুমতি দেবে সংস্থা। অর্থাৎ এই পরিষেবার মাধ্যমে পেটিএম গ্রাহকরা মাসে সর্বাধিক ৫০ হাজার টাকা পর্যন্ত নগদ তুলতে পারবেন। আর এই পরিষেবায় গ্রামগঞ্জের মানুষেরা খুবই উপকৃত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements