হিমাদ্রি মণ্ডল ও লাল্টু : অধ্যক্ষের পরিচয় চুরি করে একইরকম ইমেল আইডি তৈরি করে পরিচিতদের ইমেল মারফৎ টাকাপয়সা সংক্রান্ত সাহায্য চাওয়া হচ্ছে। আর এই নতুন ঘটনায় প্রতারণার নতুন ফন্দি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের হয়েছে।
পরিচয় চুরি করে ইমেল আইডি বানিয়ে পরিচিতদের থেকে ইমেল মারফত সাহায্য চাওয়ার ঘটনা ঘটেছে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অধ্যক্ষ ডঃ গৌতম চ্যাটার্জির ক্ষেত্রে। এই অধ্যক্ষের নাম পরিচয় এবং পদকে কাজে লাগিয়ে কেউ বা কারা নতুন করে একটি ইমেল আইডি তৈরি করেছেন। যে ইমেল আইডি মারফত তারই পরিচিতদের ইমেল করা হচ্ছে এবং আর্থিক লেনদেন সংক্রান্ত সাহায্য চাওয়া হচ্ছে। ঘটনার কথা জানতে পেরে অধ্যক্ষ গৌতম বাবু বুধবার সিউড়ি সাইবার ক্রাইমের শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নতুন ধরনের প্রতারণার আশঙ্কা করা এই পদ্ধতিকে বলা হয় Identity theft। এর মাধ্যমে যখন পরিচিতদের ইমেল করে রিপ্লাই বা প্রত্তুত্তর চাওয়া হয় তখন রিপ্লাই দেওয়া ব্যক্তির ইমেল হ্যাক হওয়ার মতো সম্ভাবনা থাকে, এ ছাড়াও পরিচিতদের থেকে এমন সাহায্য চাওয়ার ঘটনায় সাহায্য করে প্রতারণার মতো ঘটনা ঘটতে পারে বলে দাবি করেছেন ওই অধ্যক্ষ। যে কারণে তিনি এর পরিপ্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছেন এবং অন্যান্যদের সতর্ক করেছেন।
অধ্যক্ষ ডঃ গৌতম চ্যাটার্জি জানিয়েছেন, “গতকাল আমি ঘটনার বিষয়ে জানতে পারি। তারপর আমি পুরো বিষয়টি দেখি। আমার নাম করে তৈরি করা ইমেল মারফত আমার পরিচিতদের কাছে কখনো রিপ্লাই দিতে বলা হচ্ছে আবার কখনো আর্থিক লেনদেন সংক্রান্ত ভাউচার কিনে দেওয়ার কথা বলা হচ্ছে। এখন এ নিয়ে যদি কোনো প্রতারণার মতো ঘটনা ঘটে যায় তাহলে আমি দোষী হয়ে যাব। যে কারণে আমি এই অভিযোগ দায়ের করলাম।”