নিজস্ব প্রতিবেদন : গত বছর ডিসেম্বর মাসে মোবাইল পরিষেবার খরচ বাড়ার পর লক্ষ লক্ষ গ্রাহক নিজেদের নম্বর পোর্ট করে BSNL-এ নিয়ে যান। তবে এবার এই রাষ্ট্রীয় টেলিকম সংস্থাই চুপিসারে তাদের খরচ বাড়িয়ে দিলো। BSNL-এর ভ্যালিডিটি রিচার্জের উপর নতুন করে খরচ বাড়লো ২০ টাকা। অল্প মূল্যে BSNL-এর যে দুটি ভ্যালিডিটি রিচার্জ ছিল তাদের ভ্যালিডিটি কমানো হয়েছে এবং নতুন করে আরও দুটি ভ্যালিডিটি রিচার্জ আনা হয়েছে।
ভ্যালিডিটি রিচার্জের বদল
৭৪ টাকা : আগে এই রিচার্জে পাওয়া যেত ৯০ দিনের ভ্যালিডিটি। কিন্তু বর্তমানে এই রিচার্জে পাওয়া যাবে ৬০ দিনের ভ্যালিডিটি। সাথে পাওয়া যাবে ২ জিবি ডেটা সহ যে কোন নেটওয়ার্কে ১০০ মিনিট কলের সুবিধা। পাশাপাশি রয়েছে বিনামূল্যে বিএসএনএল টিউন ৬০ দিনের জন্য। অর্থাৎ এই রিচার্জে আগের তুলনায় ৩০ দিন ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে।
৭৫ টাকা : ৭৫ টাকার রিচার্জে আগে ৯০ দিন ভ্যালিডিটি পাওয়া যেত। বর্তমানে এই রিচার্জে ৩০ দিন ভ্যালিডিটি কমিয়ে করা হয়েছে ৬০ দিন। এই রিচার্জে গ্রাহকরা পাবেন ২ জিবি ডেটা সহ ১০০ মিনিট যে কোন নেটওয়ার্কে কল করার সুবিধা। পাশাপাশি ৬০ দিনের জন্য রয়েছে বিএসএনএল টিউন বিনামূল্যে।
নতুন ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান
৯৪ টাকা : ৯৪ টাকার নতুন একটি ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে বিএসএনএল-এর তরফ থেকে। এই রিচার্জে পাওয়া যাবে ৯০ দিন ভ্যালিডিটি। সাথে ৩ জিবি ডেটা সহ ১০০ মিনিট যে কোন নেটওয়ার্কে কল করার জন্য। এছাড়াও রয়েছে ৬০ দিনের জন্য বিএসএনএল টিউন ফ্রি। এই রিচার্জ প্ল্যান থাকাকালীন গ্রাহকদের লোকাল কল করতে খরচ হবে প্রতি মিনিটে ১ টাকা, এসটিডি কল করতে খরচ হবে মিনিটে ১.৩০ টাকা, এসএমএস খরচ পড়বে প্রতি এসএমএসে ৮০ পয়সা (লোকাল) এবং ১.২০ টাকা (এসটিডি)।
৯৫ টাকা : এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৯০ দিন। এই রিচার্জে গ্রাহকরা পাবেন ৩ জিবি ডেটা সহ ১০০ মিনিট যে কোন নেটওয়ার্কে কল করার জন্য। পাশাপাশি রয়েছে ৬০ দিনের জন্য বিএসএনএল টিউন বিনামূল্যে। এই রিচার্জ প্ল্যান থাকাকালীন গ্রাহকদের কল চার্জ হবে লোকাল প্রতি সেকেন্ডে ২ পয়সা, এসটিডি প্রতি সেকেন্ডে ০.২৪ টাকা এবং এসএমএস চার্জ করা হবে ৮০ পয়সা (লোকাল) ও ১.২ টাকা (এসটিডি)।
৩৬৫ টাকা : এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন অর্থাৎ ১ বছর। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন প্রতিদিন ২৫০ মিনিট করে যে কোন নেটওয়ার্কে কল করার সুবিধা এবং প্রতিদিন ২ জিবি করে ডেটা ৬০ দিনের জন্য। এছাড়াও এই রিচার্জ প্ল্যানেই ৬০ দিনের জন্য রয়েছে প্রতিদিন বিনামূল্যে ১০০ টি করে এসএমএস এবং বিএসএনএল টিউন।