৩ বছরের শিশুর উপস্থিত বুদ্ধি জলে ডুবে যাওয়া থেকে বাঁচালো বন্ধুকে

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বয়স মাত্র তিন বছর, আর এই বয়সেই এই খুদে শিশু সোশ্যাল মিডিয়ায় হিরো হয়ে উঠলো। সে হিরো হয়ে উঠেছে তার উপস্থিত বুদ্ধি দৌলতে। কারণ তার উপস্থিত বুদ্ধিই প্রাণ বাঁচালো তার এক বন্ধুর। জলে ডুবে যাওয়া থেকে টেনে ডাঙ্গায় তুলে নিজের সাহসিকতার পরিচয় দিয়েছে এই শিশু।

Advertisements

আর ওই শিশুর এমন সাহসিকতার ভিডিও ক্যামেরাবন্দি হয়েছেন সিসিটিভিতে। যে ভিডিওটির টুকরো অংশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার মা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই ভিডিও থেকে জানা গেছে, তিন বছরের ঐ শিশুটি ব্রাজিলের বাসিন্দা। তার নাম আর্থার। তার মা পোলিয়ানা কনসোলে দে ওলিভেরা ভিডিওটি পোস্ট করার পাশাপাশি জানিয়েছেন, তার ছেলে তার বন্ধুকে জলে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে উপস্থিত বুদ্ধিতে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হওয়ার পর থেকে ভাইরাল হয়ে পড়ে।

Advertisements

সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ির বাগানে সুইমিংপুলের ধারে খেলা করছিল ওই দুই শিশু। সুইমিংপুলের ধার থেকে শুয়ে সুইমিংপুলের জলে হাত দিয়ে খেলা করছিল তারা। দেখে মনে হচ্ছে তারা সুইমিং পুলের মধ্যে থাকা রিং তোলার চেষ্টা করছিল। ঠিক সে সময় হঠাৎ একটি শিশু সুইমিংপুলে পড়ে যায়। সুইমিংপুলটি ছোট হলেও তাতেই যে পরিমাণ জল ছিল সেই জল পড়ে যাওয়া শিশুটির ডুবে যাওয়ার জন্য যথেষ্ট। আর জলে পড়ে যখন একটি শিশু হাবুডুবু খাচ্ছে তখন আর্থার ভয়ে পালিয়ে না গিয়ে সাহসিকতার পরিচয় দেখিয়ে ওই বন্ধুকে হাত বাড়িয়ে জল থেকে টেনে হেঁচড়ে ডাঙ্গায় তুলে নেয়।

Advertisements

আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সোশ্যাল নাগরিকরা ওই শিশুর সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধিকে কুর্নিশ জানিয়েছেন। তবে পাশাপাশি তারা অন্যান্যদের সতর্ক করেছেন, বাড়িতে এমন সুইমিংপুল থাকলে যেন ছোট ছোট বাচ্চাদের একা ছেড়ে না দেওয়া হয়।

Advertisements