নিজস্ব প্রতিবেদন : নিয়ম ভেঙ্গে লকডাউন চলাকালীন রাস্তায় বেরিয়ে আটক হলেন এক তৃণমূল নেতা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট শহরে। ওই তৃণমূল নেতা এদিন নিয়ম ভেঙ্গে রাস্তায় বেরিয়ে এসডিপিওর সাথে তর্কে জড়িয়ে পড়েন। তার পরেই তাকে এবং তার বাইকটিকে আটক করে পুলিশ।
আটক হওয়া ওই তৃণমূল কংগ্রেস নেতা হলেন সুজিত পাল। তিনি রামপুরহাটের ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি। এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাটের পাঁচমাথা মোড়ে নাকা চেকিং করছিলেন রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সৌম্যজিৎ বরুয়া। সেই সময় হেলমেট ছাড়াই সুজিত পাল নামে ওই তৃণমূল নেতা রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন। পুলিশ তার পথ আটকায়। তৃণমূল ওই নেতা ওষুধ কিনতে যাবেন বলে দাবি করেন। তৃণমূল নেতার দাবি অনুযায়ী পুলিশ তার প্রেসক্রিপশন দেখতে চাইলে মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। সেই সময় পুলিশ তাকে আটক করেন।
ঘটনার পর আটক তৃণমূল নেতা সুজিত পাল পুলিশের সাথে তর্ক করার অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি তিনি জানান, “প্রেসক্রিপশন আমার কাছে নেই। প্রেসক্রিপশন আছে কলকাতায় আমার ছেলের কাছে।”
ঠিক একই রকম ভাবে রাজ্যজুড়ে আগস্টের তৃতীয় লকডাউনের দিন আরও এক বোলপুরের তৃণমূল নেতাকে এইভাবেই রাস্তায় বের হয়ে পুলিশের সাথে তর্ক করতে দেখা গিয়েছিল। সেই ঘটনাতেও পুলিশের তরফ থেকে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।