অনলাইনে প্রতারণা, দিল্লি পুলিশের হাতে সিউড়িতে গ্রেপ্তার জামতারা গ্যাংয়ের দুই সদস্য

Madhab Das

Updated on:

Advertisements

হিমাদ্রি মন্ডল : সিউড়ির জেলা সংশোধনাগার সংলগ্ন একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে সিউড়ি পুলিশের সহযোগিতায় জামতারা গ্যাংয়ের দুই সদস্যকে বৃহস্পতিবার গ্রেপ্তার করলো দিল্লি পুলিশ। এদিন তাদের গ্রেপ্তারের পর সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ওই ধৃতদের পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে দিল্লি।

Advertisements

বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া জামতারা গ্যাংয়ের এই দুই সদস্য হলেন বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত মুক্তিপুর গ্রামের রঞ্জিত দে (২২) এবং রাজনগর থানার অন্তর্গত বাঁশবুনি গ্রামের প্রকাশ মণ্ডল (২৪)। এই দুজনের বিরুদ্ধে দিল্লির কোন এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ৬৩ হাজার টাকার বেশি লোপাট করে নেওয়ার অভিযোগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই দিল্লি পুলিশ এই দুজনের খোঁজ পেয়ে সরাসরি সিউড়ি থানার পুলিশের সাথে যোগাযোগ করে। এরপর সিউড়ি থানার সহযোগিতায় অভিযুক্তদের ধরতে সক্ষম হয় দিল্লি পুলিশ।

Advertisements

প্রসঙ্গত এই জামতারা গ্যাংয়ের কাজ হল অনলাইন প্লাটফর্মে ফিসিং আট্যাকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা প্রতরণা করা। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে গুগলে ভুয়ো লিঙ্ক বানিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা জানেন তারা। এরপর সেই নম্বরে ফোন করেন এবং ম্যাসেজের মাধ্যমে ম্যালওয়ার লিঙ্ক পাঠান। ওই লিঙ্কে ক্লিক করার পর মোবাইলের কন্ট্রোল নিজেদের হাতে নিয়ে নেন প্রতারকরা। এরপর তার মোবাইলে থাকা সমস্ত তথ্য চুরি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মুহুর্তের মধ্যে সরিয়ে ফেলেন টাকা।

Advertisements

সেই টাকা চুরির টাকা তারা অন্য একজনের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন এবং তাদেরকে ১০% কমিশন দেওয়া হয়। সিউড়ি আদালতে যে দুজনকে এদিন তোলা হয় তাদের মধ্যে একজন নিজের অ্যাকাউন্টে টাকা নিতো এবং অন্য একজন অ্যাকাউন্ট নম্বর জোগাড় করত।

Advertisements