বাড়লো আধার সংশোধনের খরচ, ১০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে নাগরিকদের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে দিনের পর দিন আধার খুবই গুরুত্বপূর্ণ নথি হয়ে দাঁড়াচ্ছে। যে কারণে এই আধার কার্ড বা নম্বরের সমস্ত তথ্য সঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আধার ছাড়া সরকারি সামাজিক সুবিধা, প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হয়।

Advertisements

Advertisements

আধার তৈরি করার সময় বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে নিজেদের তথ্যের ক্ষেত্রে অনেক ভুল-ভ্রান্তি রয়েছে। বহু গ্রাহকের অভিযোগ তারা সঠিক তথ্য প্রদান করা সত্ত্বেও ভুল তথ্য প্রদান করেছে সংস্থা। যে কারণে UIDAI এর তরফ থেকে আধার সংশোধন করার জন্য বিকল্প পথ রাখা হয়েছে। তবে এই আধার সংশোধন করাতে নাগরিকদের হয়রানির শিকার হতে হয় এবং আর্থিক খরচও বহন করতে হয়। আর এবার UIDAI এর ঘোষণা অনুযায়ী আধার সংশোধনের ক্ষেত্রে খরচ অনেকটাই বেড়ে গেল। সংশোধনের ক্ষেত্রে সংস্থার তরফ থেকে খরচ দু’রকম ভাগে ভাগ করা হয়েছে। এক ক্ষেত্রে খরচ পড়বে ১০০ টাকা এবং অন্য আরেকটি ক্ষেত্রে খরচ পড়বে ৫০ টাকা।

Advertisements

১০০ টাকা : UIDAI এর তরফ থেকে জানানো হয়েছে এখন থেকে বায়োমেট্রিক এবং তার সাথে অন্যান্য নথি আধারে পরিবর্তন বা আপডেট বা সংশোধন করার জন্য গ্রাহকদের দিতে হবে ১০০ টাকা করে। এক্ষেত্রে এর খরচ আগে ৫০ টাকা ছিল। সেই খরচ বেড়ে এখন দ্বিগুণ হয়েছে অর্থাৎ ১০০ টাকা।

অর্থাৎ সংস্থার ঘোষণা অনুযায়ী কোন নাগরিক যদি নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদির পাশাপাশি বায়োমেট্রিক আপডেট করেন সে ক্ষেত্রে তাদের খরচ হবে ১০০ টাকা।

৫০ টাকা : আধার কার্ডের ডেমোগ্রাফিক ডিটেলস সংশোধন করার জন্য এখন থেকে নাগরিকদের দিতে হবে ৫০ টাকা। অর্থাৎ নাম, ঠিকানা, ইমেল মোবাইল নম্বর ইত্যাদি পরিবর্তন করার সময় যদি বায়োমেট্রিক আপডেট না করা হয় তাহলে তার খরচ পড়বে ৫০ টাকা।

এছাড়াও UIDAI এর তরফ থেকে আধার সংশোধন করার জন্য কি কি ডকুমেন্ট বা নথি নাগরিকদের দিতে হবে তার একটি তালিকাও প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে আধার সংশোধন করার ক্ষেত্রে নাগরিকরা পরিচয় পত্র হিসাবে ৩২ টি ডকুমেন্ট বা নথি ব্যবহার করতে পারবেন। ঠিকানা প্রমাণ হিসেবে ৪৫ টি দলিল ও জন্মের তারিখের প্রমাণ হিসেবে ১৫ টি নথি ব্যবহার করা যেতে পারে।

Advertisements