নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি হওয়ার পর থেকেই বেশিরভাগ মানুষ অনলাইন শপিংয়ের দিকে ঝুঁকতে শুরু করেন। যে কারণে অনলাইন শপিংয়ের গুরুত্ব দিন দিন বাড়তে শুরু করার পাশাপাশি বেড়েছে অনলাইনে প্রতারণার মতো ঘটনাও। আর এর পরিপ্রেক্ষিতে বারংবার পরামর্শ দেওয়া হচ্ছে অনলাইনে শপিং হোক অথবা অন্য কিছু সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে গ্রাহকদের।
আর যখন দেশজুড়ে অনলাইন শপিং দিনের পর দিন জনপ্রিয়তা অবলম্বন করতে শুরু করে তখন রিলায়েন্স জিও বাজারে নিয়ে আসে JioMart। রিলায়েন্স জিও তরফ থেকে আনা এই অনলাইন শপিং বাজারে আসার পরেই জনপ্রিয়তা অর্জন করে। আর সেই জনপ্রিয়তা এবং নতুনত্বকে কাজে লাগিয়ে এবার JioMart এর নাম ভাঙ্গিয়ে প্রতারণার ছক কষেছে প্রতারকরা। ইতিমধ্যেই এমন ১০টি ওয়েবসাইটের খোঁজ পাওয়া গিয়েছে যে সকল ওয়েবসাইটগুলি Jio-র নাম ভাঙ্গিয়ে গ্রাহকদের নিজেদের ওয়েবসাইটে প্রবেশ করিয়ে প্রতারণার মত কান্ড ঘটাচ্ছে।
Jio-র নাম ভাঙিয়ে প্রতারণার মত কর্মকাণ্ড চালানো ১০ টি ওয়েবসাইট হলো jmartfranchise.in, jiodealership.com, jiomartfranchises.com, jiomartshop.info, jiomartreliance.com, jiomartfranchiseonline.com, jiomartsfranchises.online, jiomart-franchise.com, jiomartindia.in.net, jiomartfranchise.co।
এই সকল ভুয়ো ওয়েবসাইটগুলির খবর দিয়ে মুকেশ আম্বানির সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, হুবহু জিওমার্টের ওয়েবসাইটের মত নাম দিয়ে এই ওয়েবসাইটগুলি তৈরি করে গ্রাহকদের বোকা বানানোর চেষ্টা চালানো হচ্ছে। এইসকল ওয়েবসাইটগুলিতে সস্তায় পণ্য সরবরাহ করার লোভ দেওয়া হচ্ছে। কিন্তু গ্রাহকরা যখন তা দেখে অর্ডার দিচ্ছেন এবং পেমেন্ট করে দিচ্ছেন তখন আর সেই জিনিসপত্র আসছে না। এই পদ্ধতিতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।
Good Afternoon Folks,
An important notice issued by Reliance Retail is here. For your kind attention and support.
Best pic.twitter.com/DUYSWnxEU1
— Flame of Truth (@flameoftruth) August 27, 2020
আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রিলায়েন্স জিওর তরফ থেকে একটি ভিডিও পোস্ট করে জানানো হয়েছে যে তাদের কোনো রকম এজেন্ট অথবা শাখা নেই। তাদের কোন সামগ্রী অন্য কোন সাইট থেকে পাওয়া যাবে না। JioMart এর এক ও একমাত্র ওয়েবসাইট হলো jiomart.com। এর পাশাপাশি সংস্থার তরফ থেকে এটাও জানানো হয়েছে যে যারা এমন প্রতারণা ছক কষেছে নেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পথে হাঁটছে সংস্থা।