নিজস্ব প্রতিবেদন : করোনা অতিমারি দেশে ছড়িয়ে পড়ার পর কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় দেশের দুঃস্থ দরিদ্র মানুষেরা রেশনে বিনামূল্যে নির্দিষ্ট পরিমাণ রেশন সামগ্রী পাবেন। আর এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়ার। প্রথম দফায় এই তিনটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার তুলে নেওয়ার শেষ সময় সীমা দেওয়া হয় জুন মাস। কিন্তু পরে তা আবার বাড়িয়ে করা হয় সেপ্টেম্বর মাস পর্যন্ত।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাড়েকর জানিয়েছিলেন, কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী তিনটি রান্নার গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা বলা হলেও দেশের বহু দুঃস্থ দরিদ্র মানুষ পরপর তিন মাসে তিনটি গ্যাস সিলিন্ডার তুলতে পারেননি। যে কারণে যারা একটি বা দুটি সিলিন্ডার তুলেছিলেন তারা বাকি সিলিন্ডারগুলি তুলে নেওয়ার জন্য সময় পাবেন সেপ্টেম্বর মাস পর্যন্ত।
অর্থাৎ কেন্দ্র সরকারের ঘোষণা অনুযায়ী যে সমস্ত প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্তর্ভুক্ত হয়েও সরকারের ঘোষণা মত তিনটি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার তুলতে পারেননি তারা সেই বাকি গ্যাস সিলিন্ডারগুলি তোলার সময় পাচ্ছেন সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত। আর নতুন করে কেন্দ্র সরকারের তরফ থেকে এই সিলিন্ডার তোলার মেয়াদ বাড়ানোর কোনো ঘোষণা যেহেতু নেই তাই এটিকে শেষ সুযোগ ধরে নেওয়া হচ্ছে।
কেন্দ্র সরকারের এই যোজনায় যে পদ্ধতিতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হচ্ছিল তা হলো প্রথমেই একটি গ্যাস সিলিন্ডার বুক করার জন্য উপভোক্তাদের লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠিয়ে দেওয়া হচ্ছিল। তারপর সেই সিলিন্ডার বুক করা হয়ে গেলে দ্বিতীয় সিলিন্ডার বুক করার জন্য অর্থ পাঠিয়ে দেওয়া হচ্ছিল। আর সেটিও বুক হয়ে গেলে তৃতীয় দফার সিলিন্ডারের টাকা পাঠানো হচ্ছিল কেন্দ্রের তরফ থেকে।
সুতরাং কোনো উপভোক্তা যদি একটি সিলিন্ডার বুক করে থাকেন তাহলে দ্বিতীয় সিলিন্ডারের টাকা অ্যাকাউন্টে চলে আসবে। আর সরকারি ঘোষণা অনুযায়ী সেপ্টেম্বর মাসই হলো কোটা পূরণের শেষ সুযোগ।